পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনা নয়া স্ট্রেন জার্মানিতে, কতটা বিপজ্জনক, ধারণা নেই কর্তৃপক্ষের

কোরোনার নয়া স্ট্রেনে আক্রান্ত এই রোগীদের শরীরের নমুনা বার্লিনের একটি স্বাস্থ্য় বিশ্ববিদ্য়ালয়ে পাঠানো হয়েছে ৷ তবে, ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া কোরোনার নয়া স্ট্রেনের সঙ্গে জার্মানির এই ভাইরাসের ধরণ অনেকটাই আলাদা ৷ এ নিয়ে ওই হাসাপাতালের মেডিক্য়াল ডিরেক্টর সেলমেনস স্কটক্লসনার জানিয়েছেন, নয়া এই স্ট্রেনের চরিত্র সম্পর্কে তাঁদের এখনও কোনও স্পষ্ট ধারণা নেই ৷

By

Published : Jan 20, 2021, 4:23 PM IST

new-covid-strain-germany-discovers-covid-variant-in-bavaria
কোরোনা নয়া স্ট্রেন জার্মানিতে, কতটা বিপজ্জনক, ধারণা নেই কর্তৃপক্ষের

জার্মানি, 20 জানুয়ারি : কোরোনা ভাইরাসের নয়া স্ট্রেন এবার জার্মানিতে ৷ সে দেশের বাভারিয়ার কয়েকটি হাসপাতালে কোরোনার এই নয়া স্ট্রেন ধরা পড়েছে ৷ গত সোমবার স্থানীয় সংবাদ মাধ্য়মে প্রথম এই খবরটি প্রকাশিত হয় ৷ সেখানে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব জার্মানির বাভারিয়ান স্কাই টাউনের কয়েকটি হাসপাতালে মোট 35 জন রোগীর শরীরে কোরোনার এই নয়া স্ট্রেন ধরা পড়েছে ৷ নতুন সংক্রমিত 73 জনের মধ্য়ে মোট 35 জনের শরীরে কোরোনার নয়া স্ট্রেন ধরা পড়েছে ৷

কোরোনার নয়া স্ট্রেনে আক্রান্ত এই রোগীদের শরীরের নমুনা বার্লিনের একটি স্বাস্থ্য় বিশ্ববিদ্য়ালয়ে পাঠানো হয়েছে ৷ তবে, ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া কোরোনার নয়া স্ট্রেনের সঙ্গে জার্মানির এই ভাইরাসের ধরণ অনেকটাই আলাদা ৷ এ নিয়ে ওই হাসাপাতালের মেডিক্য়াল ডিরেক্টর সেলমেনস স্কটক্লসনার জানিয়েছেন, নয়া এই স্ট্রেনের চরিত্র সম্পর্কে তাঁদের এখনও কোনও স্পষ্ট ধারণা নেই ৷ কারণ কোরোনা ভাইরাসের এই ধরণটি বেশি সংক্রামক না কি, আরও মারণ তা এখনই বলা যাচ্ছে না ৷

আরও পড়ুন : সাড়ে তিন হাজারের বেশি বাড়ল দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃতের সংখ্যাও

এই মুহূর্তে সবচেয়ে কম ক্ষেত্রে কোরোনার এই নয়া স্ট্রেন ধরা পড়েছে ৷ ফলে এটা এখনই স্পষ্ট নয়, যে এই সংক্রমণটি কতটা প্রভাবশালী ৷ এমনটাই জানিয়েছেন ওই হাসপাতাল আধিকারিক ৷ এই সংক্রমণ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায়, সংক্রমণ ব্য়াপক হারে বাড়তে পারে ৷ এমনকি সংক্রমিতদের হাসপাতালেও ভর্তি করাতে হতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details