বেলজিয়াম, 24 ফেব্রুয়ারি :ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে প্রসঙ্গে পুতিন সরকারের স্পর্ধার তীব্র নিন্দা করল ন্যাটো-র জেনারেল সেক্রেটারি ৷ এই পদক্ষেপ ইউরো-আটলান্টিক অঞ্চলে নিরাপত্তার ক্ষেত্রে একটা গুরুতর হুমকি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন ৷ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের নাগরিকদের সুরক্ষিত রেখে সেনা অভিযানের কথা ঘোষণা করেন (NATO General Secretary says attack on Ukraine is a breach of international law) ৷
ন্যাটোর জেনারেল সেক্রেটারি জেন স্টোলটেনবার্গ (NATO Secretary-General Jen Stoltenberg) বলেন, "এতে অগণিত সাধারণ মানুষের জীবন বিপন্ন ৷ বারে বারে সতর্ক করা হয়েছে রাশিয়াকে ৷ কূটনৈতিক পথে এই সমস্যা সমাধানের অক্লান্ত চেষ্টা চালানোর পরেও রাশিয়া একটি সার্বভৌম এবং স্বাধীন দেশের বিরুদ্ধে আগ্রাসনের রাস্তা বেছে নিল ৷"
আরও পড়ুন : Ukraine-Russia Conflict : রাশিয়াকে দায়ী করবে দুনিয়া, প্রতিক্রিয়া জো বাইডেনের