প্যারিস , 27 অক্টোবর : চাঁদের সূর্যালোকিত পৃষ্ঠে মিলল জলের হদিস । সম্প্রতি দু'টি গবেষণায় এমন তথ্যই প্রকাশ করল স্ট্র্যাটোস্ফেরিক অবজ়ার্ভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি (SOFIA)। নাসা জানিয়েছে, SOFIA চাঁদের ক্লেভিয়াস ক্রেটারে জলের অণুর (H2O)-র হদিস পেয়েছে । চাঁদের দক্ষিণগোলার্ধের সবচেয়ে বড় গহ্বর হল ক্লেভিয়াস ক্রেটার । পৃথিবী থেকেই তা দৃশ্যমান ।
পূর্ববর্তী গবেষণায় চন্দ্রপৃষ্ঠটি স্ক্যান করে জলের ইঙ্গিত পাওয়া গেছিল । তবে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি । কারণ গবেষণাটি জল (H2O) এবং হাইড্রোক্সিলের মধ্যে পার্থক্য করতে অক্ষম ছিল । সেক্ষেত্রে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি । তবে একটি নতুন গবেষণায় আরও রাসায়নিক প্রমাণ পাওয়া যায় যাতে চাঁদের সূর্যালোকিত পৃষ্ঠে জলের অণুর সন্ধান পাওয়া গিয়েছে ।