পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

India-Italy Bilateral Meet: মোদি-দ্রাঘি দ্বিপাক্ষিক বৈঠকে জলবায়ু নিয়ে আলোচনা - ইতালি

জি 20 সম্মেলনের মাঝেই দ্বিপাক্ষিক বৈঠক করলেন নরেন্দ্র মোদি এবং মারিয়ো দ্রাঘি ৷ যেখানে জলবায়ু পরিবর্তন নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় ভারত এবং ইতালির রাষ্ট্রপ্রধানদের মধ্যে ৷

Narendra modi and Mario draghi-call-for-accelerating-clean-energy-transition
মোদি-দ্রাঘি দ্বিপাক্ষী বৈঠকে জলবায়ু নিয়ে আলোচনা

By

Published : Oct 30, 2021, 7:22 PM IST

নয়াদিল্লি, 30 অক্টোবর : রোমে জি 20 সম্মেলনের মাঝেই দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রেসিডেন্ট মারিয়ো দ্রাঘি ৷ যেখানে দুই দেশের বদলে যাওয়া জলবায়ুর বিরুদ্ধে লড়াই করার জন্য পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধিতে সম্মতি জানিয়েছেন মোদি এবং দ্রাঘি ৷ তার আগে ফ্যাসিস্ট যুগের ইইউআর নেবাহুডের নুভোলা ক্লাউডের আকৃতির সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানান ইতালির প্রেসিডেন্ট দ্রাঘি ৷ যে এলাকাটি রোমের বাকি অংশের থেকে আলাদা করে রাখা হয়েছে ৷

প্রসঙ্গত, আজকের দ্বিপাক্ষিক বৈঠকে, 2020 সালের 6 নভেম্বর ভারত ও ইতালির মধ্যে হওয়ার চুক্তিকে (2020-2024) এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মতি দিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান ৷ যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বর্তমান জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে ৷ যেখানে একে অপরকে নিজেদের শক্তি অনুযায়ী সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন নরেন্দ্র মোদি এবং মারিয়ো দ্রাঘি ৷ পাশাপাশি, 2021 এর 8 মে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের মধ্য়ে পোর্তোতে হওয়া বৈঠকের বিষয়গুলিকেও ঝালিয়ে নেন ভারত ও ইতালির রাষ্ট্রপ্রধানরা ৷

আরও পড়ুন : Narendra Modi in Vatican: মমতাকে আটকে রোমে পোপের সঙ্গে সাক্ষাৎ মোদির, নেপথ্যে গোয়ার রাজনীতি !

যে বৈঠকে ইউরোপিয়ান এবং ভারতীয় নেতারা জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষতি এবং দূষণের মোকাবিলার জন্য পরস্পর নির্ভরশীলতা প্রয়োজনীয়তা নিয়ে সহমত পোষণ করেছিলেন ৷ আর সেখানে সমাধান হিসেবে পুনর্নবীকরণ যোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে জোর দেওয়া হয়েছিল ৷ আর তার জন্য উদ্ভাবনী পুনর্নবীকরণ যোগ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা বলা হয়েছিল ৷ যেমন সমুদ্র তীরবর্তী বায়ু শক্তি, দূষণহীন হাইড্রোজেনের সম্ভাবনাকে কাজে লাগানো, প্রাকৃতিক শক্তির ব্যবহার বাড়ানো ৷

আরও পড়ুন :Narendra Modi : ভারতে কোভিড টিকাকরণে মোদির ভূমিকা প্রশংসিত ইউরোপে

সৌরবিদ্যুৎকে কাজে লাগানোর ক্ষেত্রেও দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এদিন আলোচনা হয় ৷ যেখানে ভারতের 2030 সালের মধ্যে 450 গিগা ওয়াট পুনর্নবিকরণ যোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রাকে সাধুবাদ জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট ৷ পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও সৌরশক্তি নিয়ে ভারতকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মারিয়ো দ্রাঘি ৷

ABOUT THE AUTHOR

...view details