রোম, 13 মার্চ : ইট্যালিতে ভারতীয়দের নাগরিকদের পরীক্ষার জন্য চিকিৎসকের দল পাঠাল কেন্দ্র ৷ তাদের ফিরিয়ে আনার জন্য এই ব্যবস্থা বলে জানা গিয়েছে ৷
COVID-19 এর জেরে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজার ৷ চিনের পর ইট্যালিতে সবথেকে বেশি মানুষ মারা গিয়েছেন কোরোনা ভাইরাসের জেরে ৷ 15 হাজারের বেশি মানুষ আক্রান্ত ও এক হাজার জনের মৃত্যু হয়েছে ইট্যালিতে ৷ এবার ইট্যালিতে থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার ৷ একটি চিকিৎসক দল সেদেশে পাঠানো হয়েছে ৷ রোমে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আজ টুইটে জানানো হয়, ‘‘চিকিৎসকদের দলকে স্বাগত ৷ আজ বিকেল থেকে পরীক্ষা শুরু হয়েছে, সপ্তাহের শেষ পর্যন্ত চলবে ৷’’