মারিউপোল (ইউক্রেন), 20 মার্চ : ইউক্রেনের অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে (Russia Ukraine War), এমনটাই জানিয়েছেন মারিউপোলের এক পুলিশ আধিকারিক ৷ আর তাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে তাঁর দেশের জন্য উন্নতমানের ‘এয়ার ডিফেন্স সিস্টেম’ সরবরাহ করার অনুরোধ করেছেন ওই পুলিশকর্তা (Mariupol Police Officer Pleads for Help from Joe Biden and Emmanuel Macron) ৷ তাঁর কথায়, রুশ যুদ্ধবিমানের হানায় মারিউপোল বন্দর শহরটি পৃথিবীর মানচিত্র থেকে প্রায় মুছে গিয়েছে ৷
মারিউপোলের ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি রাস্তায় দাঁড়িয়ে মাইকেল ভার্শনিন নামে ওই পুলিশ আধিকারিক একটি ভিডিয়ো করেছেন ৷ সেখানে তিনি জানান, ‘‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ কিন্তু, আমরা যা সাহায্য পেয়েছি, তা যথেষ্ট নয় ৷’’ তিনি ওই ভিডিয়োটিতে ইউক্রেনের সাধারণ নাগরিকদের রক্ষা করার আর্জি জানিয়েছেন ৷
মারিউপোল থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন ৷ উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট 6 হাজার 623 জনকে বের করা সম্ভব হয়েছে ৷ তার মধ্যে 4 হাজার 128 জনকে মারিউপোল থেকে সরানো হয়েছে ৷ তাঁদের জাপোরিঝিয়ায় উত্তর-পশ্চিমে নিয়ে যাওয়া হয়েছে । 10টির মধ্যে 8টি মানবিক করিডোরের মাধ্যমে ইউক্রেনের অবরুদ্ধ শহরগুলি থেকে মানুষজনকে বের করা হয়েছে ৷ রাশিয়ান বাহিনী মারিউপোল ঘিরে ফেলে ৷ শনিবার এখানে ভারী লড়াই চলেছে ৷ একটি বড় ইস্পাত কারখানা বন্ধ হয়ে গিয়েছে ৷ তাতে স্বাভাবিক ভাবেই পশ্চিমী সাহায্যের আর্জি শোনা গিয়েছে স্থানীয় প্রশাসনের তরফে ৷