লন্ডন, 15 অক্টোবর : এ বছর ম্যান বুকার প্রাইজ় যৌথভাবে পেলেন মার্গারেট অটউড এবং বার্নারডাইন ইভারিস্টো । বার্নারডাইন ইভারিস্টো প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি বুকার জিতলেন । মোট 50 হাজার পাউন্ডের পুরস্কার মূল্য তাঁরা দু'জনে ভাগ করে নেবেন ।
প্রথম কৃষাঙ্গ লেখিকার বুকার জয়, ভাঙল 27 বছরের নিয়ম - The Testaments
মার্গারেট অটউড "দ্য টেস্টামেন্টস" এবং বার্নারডাইন ইভারিস্টো "গার্ল, ওম্যান, আদার" বইয়ের জন্য বুকার পেয়েছেন । উল্লেখ্য, 1992 সালে বুকার কমিটি নতুন নিয়ম চালু করেছিল যে, পুরস্কার যৌথভাবে দেওয়া হবে না । কিন্তু এ বছর সেই নিয়ম ভাঙল তারা ।
অটউড "দ্য টেস্টামেন্টস" এবং ইভারিস্টো "গার্ল, ওম্যান, আদার" বইয়ের জন্য বুকার পেয়েছেন । উল্লেখ্য, 1992 সালে বুকার কমিটি নতুন নিয়ম চালু করেছিল যে, পুরস্কার যৌথভাবে দেওয়া হবে না । কিন্তু এ বছর সেই নিয়ম ভাঙল তারা । কমিটির সদস্যরা মঙ্গলবার গভীর রাতে (ভারতীয় সময়) পুরস্কার ঘোষণার পর বলেন, "আমরা একজনকেই পুরস্কার দিতে চেয়েছিলাম । কিন্তু প্রায় পাঁচ ঘণ্টা বৈঠকের পরেও আমরা ঠিক করতে পারিনি অটউড ও ইভারিস্টোর মধ্যে কাকে বাদ দেব । তাই শেষ পর্যন্ত নিয়ম ভেঙে যৌথভাবে পুরস্কার দিতে হল ।"
ইভারিস্টোর এটা প্রথম বুকার হলেও অটউডের এটা দ্বিতীয় বুকার জয়। এর আগে 2000 সালে তিনি তাঁর বই "দ্য ব্লাইন্ড অ্যাসাসিন"-এর জন্য বুকার পেয়েছিলেন ।