লন্ডন, 10 নভেম্বর : বিয়ে করলেন মালালা ইউসুফজাই (Malala Yousafzai) ৷ বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী সমাজকর্মী নিজের টুইটার হ্যান্ডেলে এই বিশেষ দিনের ছবি দিয়ে বিশ্ববাসীর আর্শীবাদ চেয়েছেন ৷
মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহামে আয়োজন করা হয়েছিল একটি ছোট্ট নিকাহ আসর ৷ সেখানেই সঙ্গী আসারকে বিয়ে করলেন বছর চব্বিশের কনিষ্ঠতম নোবেলজয়ী ৷ পরিবারের সদস্যদের সঙ্গে নিজের ছবি পোস্ট করে মালালা লিখেছেন, "আজকের দিনটা আমার জীবনে উল্লেখযোগ্য ৷ আসার এবং আমি সারা জীবন একে অপরের সঙ্গে থাকব ৷ বার্মিংহামে আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে একটা সংক্ষিপ্ত নিকাহ অনুষ্ঠান হয়েছে ৷ আপনারা আমাদের আপনাদের প্রার্থনা পাঠান ৷ আগামী দিনে একসঙ্গে পথচলা নিয়ে আমরা উত্তেজিত ৷"