লন্ডন , 30 নভেম্বর : লন্ডন ব্রিজে চাকু নিয়ে হামলায় অভিযু্ক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করল পুলিশ ৷ তার নাম উসমান খান (28) । তার বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসবাদী কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছিল । অভিযোগ প্রমাণিত হওয়ায় তার কারাদণ্ডের সাজাও হয়েছিল ।
গতকাল দুপুর 2টো (লন্ডনের সময়) নাগাদ লন্ডন ব্রিজে পথচারীদের উপর চাকু নিয়ে হামলা চালায় উসমান ৷ হামলায় দু'জনের মৃত্যু হয় ৷ জখম হন তিনজন ৷ এরপর কয়েকজন পথচারী উসমানকে কাবু করে চাকু কেড়ে নেয় ৷ পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় এবং উসমানকে গুলি করে ৷ সেখানেই মৃত্যু হয় তার ৷ পুলিশ জানিয়েছে, এটি জঙ্গি হামলা ছিল ৷ ISIS মতাদর্শে অনুপ্রাণিত এই ধরনের হামলাকে জঙ্গিদের পরিভাষায় বলা হয় 'লোন উলফ অ্যাটাক' ।
লন্ডনের সহকারী পুলিশ কমিশনার নীল বসু বলেন , "2012 সালেও সন্ত্রাসমূলক কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল উসমানকে ৷ 2018 সালে শর্তাধীনে জেল থেকে ছাড়া পায় সে ৷ প্রয়োজনে তাকে আবার জেলে ফিরিয়ে আনা হত ৷ সে কীভাবে এই হামলার পরিকল্পনা করল সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে ৷ "তিনি আরও বলেন , "আমরা সবেমাত্র তদন্ত শুরু করেছি ৷ এই ঘটনার সঙ্গে আরও কার যোগ রয়েছে কি না, তা এখনই বলা সম্ভব নয় ৷ তবে সাধারণ মানুষের আশঙ্কার কারণ নেই ৷ আমরা বিষয়টি খতিয়ে দেখছি ৷ "
আরও পড়ুন : লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা, আহত একাধিক
উল্লেখ্য, এর আগেও লন্ডন ব্রিজে জঙ্গি হামলা হয়েছে ৷ 2017-র 3 জুন লন্ডন ব্রিজে তিন জঙ্গি ভ্যান চালিয়ে পিষে দিয়েছিল পথচারীদের । সেই হামলায় আট জন নিহত হয়েছিলেন ৷ সেবারও ঘটনায় জড়িত জঙ্গিরা পুলিশের গুলিতে নিহত হয় ৷