প্যারিস, 30 নভেম্বর : সপ্তমবারের জন্য ব্যালন ডি'অর ছিনিয়ে নিলেন লিওনেল মেসি (Seventh Ballon d'Or for Lionel Messi) ৷ সোমবার প্যারিসে এক অনুষ্ঠানে সপ্তমবার এই সোনার বল জিতে রেকর্ড গড়লেন আজেন্টিনার স্ট্রাইকার ৷ মহামারীর কারণে গত বছরের পুরস্কার বাতিল হয় ৷ তার আগের বছর অর্থাৎ 2019 সালে মেসি তাঁর কেরিয়ারের ষষ্ঠ ব্যালন ডি'অর জিতেছিলেন ৷ এবছরের পর তিনিই পুরুষদের ব্যালন ডি'অরের সর্বোচ্চ অধিকারী হলেন ৷
2009, 2010, 2011, 2012 এবং 2015 সালেও এই পুরস্কার জেতেন মেসি ৷ গত মরসুমে বার্সেলোনার হয়ে 34 বছরের এই স্ট্রাইকার 48টি ম্যাচে 38টি গোল করেন ৷ গত জুলাইয়ে জিতেছিলেন কোপা ডেল রে ৷ এটি ছিল তাঁর ক্যারিয়ারের প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা ৷