লন্ডন, 12 নভেম্বর:জেলেই স্টেলা মরিসকে (Stella Moris) বিয়ে করতে চলেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা (WikiLeaks Founder) জুলিয়ান অ্যাসাঞ্জ (Julian Assange)৷ ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁকে জেলে বিয়ে করার অনুমতি দিয়েছে ৷ 2019 সাল থেকে লন্ডনের কড়া নিরপত্তার ঘেরাটোপে থাকা বেলমার্শ সংশোধনাগারে বন্দি রয়েছেন অ্যাসাঞ্জ ৷ গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে প্রত্যর্পণের চেষ্টা চালাচ্ছে আমেরিকা ৷
যৌন অপরাধের অভিযোগে সুইডেনে প্রত্যর্পণ ঠেকাতে সাত বছর লন্ডনে ইকুয়েডারের দূতাবাসে (Ecuadorian Embassy) ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ ৷ সেই সময়ই মরিসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি ৷ দক্ষিণ আফ্রিকার আইনজীবী মরিস ও অ্যাসাঞ্জের দুটি ছেলে, 4 বছরের গ্যাব্রিয়েল ও 2 বছরের ম্যাক্স ৷ জেলে অ্যাসাঞ্জের সঙ্গে বিয়েতে সম্মতি পেয়ে মরিস বলেছেন, "স্বস্তি লাগছে ৷ আশা করব, আমাদের বিয়েতে আর কোনও বাধা আসবে না ৷"
গত জানুয়ারি মাসে অ্যাসাঞ্জকে আমেরিকায় প্রত্যর্পণের অনুরোধ খারিজ করে দিয়েছিলেন এক বিচারক ৷ তবে জেলেই রাখা হয় ইউকিলিকসের প্রতিষ্ঠাতাকে ৷ কারণ তাঁকে প্রতর্পণে মার্কিন সরকারের আবেদনের শুনানি চলছে উচ্চতর আদালতে ৷
আরও পড়ুন:Afghanistan : আফগান পরিস্থিতির প্রভাব পড়েছে আশপাশে, নিরাপত্তা বৈঠকে জানাল ভারত