পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 26, 2019, 12:01 PM IST

ETV Bharat / international

"জেলেই মৃত্যু হতে পারে জুলিয়ান অ্যাসাঞ্জের", খোলা চিঠি চিকিৎসকদের

নানা দেশ থেকে 60 জনেরও বেশি চিকিৎসক একটি খোলা চিঠিতে সই করেন ৷ চিঠিতে চিকিৎসকরা উল্লেখ করেন, "আমরা সত্যিই চিন্তিত ৷ জুলিয়ান যে কোনও সময়ে মারা যেতে পারেন ৷ যথাযথ চিকিৎসার প্রয়োজন ৷ সময় নষ্ট করা যাবে না ৷ "

Julian Assange
Julian Assange

লন্ডন , 26 নভেম্বর : জেলে যে কোনও সময়ে মৃত্যু হতে পারে উইকিলিকস-র প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ৷ তাঁর দ্রুত আরও উন্নত চিকিৎসার প্রয়োজন ৷ ব্রিটিশ প্রশাসনকে চিঠিতে জানানো হয়েছে, শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটছে জুলিয়ান অ্যাসাঞ্জের ৷ নানা দেশ থেকে 60 জনেরও বেশি চিকিৎসক একটি খোলা চিঠিতে সই করেন ৷

চিঠিতে চিকিৎসকরা উল্লেখ করেন, "আমরা সত্যিই চিন্তিত ৷ জুলিয়ান যে কোনও সময়ে মারা যেতে পারেন ৷ যথাযথ চিকিৎসার প্রয়োজন ৷ সময় নষ্ট করা যাবে না ৷ "


ইতিমধ্যেই বেলমার্শ কারাগারে 50 সপ্তাহের বেশি রয়েছেন জুলিয়ান ৷ 2010 সালে আফগানিস্তান ও ইরাকে অ্যামেরিকা সেনার বম্বিং নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও গোপন ফাইল প্রকাশ করে দেন জুলিয়ান অ্যাসাঞ্জ । যার ফলে বেশ অস্বস্তির মধ্যে পড়তে হয় US প্রশাসনকে । ব্রিটেনের জেলে বন্দী জুলিয়ান অ্যাসাঞ্জকে অ্যামেরিকা নিয়ে যেতে চায় সে দেশের সরকার । 2010 সালের অগাস্টে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয় । যদিও অ্যাসাঞ্জ বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছিলেন । অতি সম্প্রতি তাঁর বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগের তদন্ত বন্ধ করেছে সুইডেন ৷ অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার হুইসলব্লোয়ার ৷ এটিও মেনে নিয়েছেন তাঁরা রাজনৈতিকভাবে অনুপ্রাণিত ছিলেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details