পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ইতালিতে ইইউ-ওইসিডি নেতৃত্বের সঙ্গে বৈঠকে কোভিড নিয়ে আলোচনা বিদেশমন্ত্রীর

ইতালিতে ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে কোভিড মোকাবিলা নিয়ে আলোচনা করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷

By

Published : Jun 29, 2021, 7:20 PM IST

jaishankar-holds-talks-with-eu-leader-oecd-general-secy-sa-counterpart-discuss-covid-challenge-vaccine-equity
ইতালিতে ইইউ-ওইসিডি কর্তার সঙ্গে বৈঠকে কোভিড নিয়ে আলোচনা বিদেশমন্ত্রীর

রোম, 29 জুন :ইতালি সফরে গিয়েইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ কোভিড চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে তাঁদের মধ্যে সবিস্তার কথা হয় ৷ নিজেই সেই বৈঠকের ছবি টুইট করে এস জয়শংকর জানিয়েছেন, খুব ভাল আলোচনা হয়েছে ৷ দুই দেশের সফরে গ্রিস থেকে আজ ইতালিতে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ৷

টুইটে বিদেশমন্ত্রী জয়শংকর আরও লেখেন, "কোভিড চ্যালেঞ্জ ছাড়াও পার্টনারশিপ ও সমঝোতামূলক উন্নয়ন নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে ৷ টিকার ন্যায়সঙ্গত সরবরাহ ও সুষ্ঠু ভ্রমণ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে ৷"

আরও পড়ুন:করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকা ভুলবে না আমেরিকা : ব্লিনকেন

ওইসিডি-র সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস করম্যানের সঙ্গেও বৈঠক করেন বিদেশমন্ত্রী ৷ সেই বৈঠকে ভারত এবং ওইসিডি-র দ্বিপাক্ষিক সমঝোতার বিষয়গুলি নিয়ে আলোচনা হয় ৷ 38টি রাষ্ট্রকে নিয়ে গঠিত আন্তঃসরকারি আর্থিক সংগঠন হল অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট ৷ 1961 সালে এই সংস্থা তৈরি করা হয়েছিল ৷

আরও পড়ুন:"বেআইনি আবাসন প্রকল্পের সুবিধে নিয়েছেন, এটা কি সাংবিধানিক আঙ্কেলজি ?" রাজ্যপালকে তোপ মহুয়ার

জয়শংকর টুইটে জানিয়েছেন, "টিকার ন্যায়সঙ্গত সরবরাহ নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে ৷ এ ছাড়াও পরিবেশ রক্ষায় নেওয়া ব্যবস্থাগুলি সম্পর্কেও কথা হয় ৷"

আরও পড়ুন :ডমিনিকায় মেহুলের প্রবেশ বেআইনি, জানাল দ্বীপের আদালত

জি-20-র মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে এই বৈঠকগুলি হয় ৷ আগামী অক্টোবর মাসে ইতালিতে জি-20 শীর্ষ সম্মেলন হওয়ার কথা ৷

ABOUT THE AUTHOR

...view details