জেনোয়া, 26 জানুয়ারি:নতুন সরকার গঠনের প্রক্রিয়া আপাতত বন্ধ রাখলেন ইতালির প্রধানমন্ত্রী জিসেপি কন্তে৷ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করেন তিনি৷ স্থির হয়েছে, সংসদীয় সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে বুধবার বিকেলেই আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী৷ বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন তিনি৷ মঙ্গলবার প্রেসিডেন্সিয়াল প্য়ালেসের তরফে আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করা হয়৷
ইতালিতে নয়া সরকার গঠনে সাময়িক বিরতি - নয়া সরকার
এখনই সরকার গঠন করছেন না ইতালির প্রধানমন্ত্রী৷ বুধবার বিকেলে সর্বদল বৈঠক করবেন জিসেপি কন্তে৷ তারপরই পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে৷
ইতালির প্রধানমন্ত্রী জিসেপি কন্তে
আরও পড়ুন:ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব পৌঁছল সেনেটে
প্রেসিডেন্টের সচিব উগো জ্য়ামপেত্তি একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, ইতিমধ্য়েই পুরনো সরকার ভেঙে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টকে জানানো হয়েছে৷ স্থির হয়েছে, সরকারপক্ষকে আমন্ত্রণ জানিয়ে সমস্ত দায়ভার হস্তান্তরিত করে দেওয়া হবে৷ বুধবার বিকেল থেকে শুরু হবে সর্বদলীয় বৈঠক৷