দিল্লি, 4 জুলাই : ইজ়রায়েলের একটি মদ প্রস্তুতকারী সংস্থার বোতলের লেবেলে ছিল মোহনদাস করমচাঁদ গান্ধির ছবি । যা নিয়ে রাজ্যসভায় উষ্মাপ্রকাশ করেছিলেন একাধিক সদস্য । তারপরেই বিদেশমন্ত্রী এস জয়শংকরকে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু ।
তারপর গতকাল এই ঘটনার প্রেক্ষিতে ক্ষমা চেয়ে নিয়েছে ওই ইজ়রায়েলি সংস্থা । ইজ়রায়েলের 71তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ওই বোতলগুলি তৈরি করা হয়েছিল । তবে ভারতের ভাবাবেগে আঘাত করার জন্য তা বানানো হয়নি বলে জানিয়েছে ওই সংস্থা । দেশবাসী ও ভারত সরকারের কাছে ক্ষমাপ্রার্থনা করে বিবৃতি দিয়েছেন মালকা বিয়ার নামের ওই কম্পানির ব্র্যান্ড ম্যানেজার জিলাড ড্রোর ।