লন্ডন, 1 ডিসেম্বর : লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলার দায় স্বীকার করল ইসলামিক স্টেট (ISIS) । জঙ্গি উসমান খান (28)-কে নিজেদের যোদ্ধা বলে চিহ্নিত করল তারা ।
ঘটনার বিবরণ দেখে পুলিশ আগেই এটিকে জঙ্গি হামলা বলে জানিয়েছিল । তাদের অনুমান ছিল এই ঘটনায় হাত রয়েছে ইসলামিক স্টেটের । গতকাল হামলাকারীর পরিচয়ও প্রকাশ করে লন্ডন পুলিশ ৷ জানায়, তার বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসবাদী কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে । অভিযোগ প্রমাণিত হওয়ায় তার কারাদণ্ডের সাজাও হয়েছিল । আজ ঘটনার দায় স্বীকার করল ISIS ।
আরও পড়ুন : লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা, আহত একাধিক
শুক্রবার দুপুর 2টো (লন্ডনের সময়) নাগাদ লন্ডন ব্রিজে পথচারীদের উপর ছুরি নিয়ে হামলা চালায় উসমান ৷ হামলায় দু'জনের মৃত্যু হয় ৷ জখম হন তিনজন ৷ এরপর কয়েকজন পথচারী উসমানকে কাবু করে ছুরি কেড়ে নেয় ৷ পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় এবং উসমানকে গুলি করে ৷ সেখানেই মৃত্যু হয় তার ৷ পুলিশ জানায়, এটি জঙ্গি হামলা ছিল এবং ISIS মতাদর্শে অনুপ্রাণিত এই ধরনের হামলাকে জঙ্গিদের পরিভাষায় বলা হয় 'লোন উলফ অ্যাটাক' ।
আরও পড়ুন : লন্ডন ব্রিজে হামলাকারী সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য জেল খেটেছিল