পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Russia-Ukraine Conflict : কিভে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, দূতাবাসের তরফে খোঁজ না নেওয়ার অভিযোগ - Indian student shot

কিভ ছাড়ার চেষ্টা করছিলেন তিনি ৷ পোল্যান্ড সীমান্তে যাচ্ছিলেন ৷ পথে গোলাগুলিতে জখম হয়েছেন এক ভারতীয় ছাত্র (Russia Ukraine Conflict) ৷ জানা গিয়েছে, গুলিবিদ্ধ ছাত্রের নাম হরজ্যোৎ সিং ৷

Indian Student Shot in way to Poland
গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র

By

Published : Mar 4, 2022, 8:45 AM IST

Updated : Mar 4, 2022, 5:22 PM IST

কিভ, 4 মার্চ :ইউক্রেন থেকে পোল্যান্ড যাওয়ার পথে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র ৷ জানা গিয়েছে, গুলিবদ্ধ ছাত্রের নাম হরজ্যোৎ সিং ৷ ইউক্রেনের রাজধানী কিভেই গোলাগুলিতে তিনি জখম হয়েছেন (Indian student shot during moving towards Poland to Kiev) ৷

অভিযোগ, ঘটনার পর থেকে এখনও পর্যন্ত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে হরজ্যোতের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি ৷ তবে হরজ্যোৎ তাঁর তরফে চেষ্টা চালিয়েছেন ৷ আপাতত তিনি কিভের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

এদিকে অসামরিক বিমান পরিষেবার রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভি কে সিং একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি কিভে ভারতীয় ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি শুনেছেন ৷ তাঁকে মাঝপথেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ মন্ত্রী বলেন, "আমরা চেষ্টা করছি, যাতে কম ক্ষতি হয় এবং বেশি সংখ্যক ভারতীয়কে উদ্ধার করা যায় ৷"

আরও পড়ুন : Russia-Ukraine Conflict : রফাসূত্র না-বেরোলেও 'মানবিক করিডর' ইস্যুতে সম্মত রাশিয়া-ইউক্রেন

ভারতীয় দূতাবাস আগেই কিভ ছাড়ার কথা জানিয়েছে ৷ "যুদ্ধক্ষেত্রে বুলেট কারও ধর্ম আর দেশের তোয়াক্কা করে না", ভারতীয় ছাত্রের গুলিতে জখম হওয়া প্রসঙ্গে বলেন মন্ত্রী জেনারেল ভি কে সিং ৷ ইতিমধ্যে ইউক্রেন সীমান্তে ভারতের চার মন্ত্রী- হরদীপ সিং পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জেনারেল ভি কে সিং, কিরণ রিজিজু পৌঁছে গিয়েছেন ৷ তাঁরা ইউক্রেন থেকে কী ভাবে ভারতীয়দের বের করে আনা যায়, সেই ব্যবস্থা দেখাশোনা করছেন ৷

Last Updated : Mar 4, 2022, 5:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details