পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Indian Student Death in Ukraine : রুশ মিসাইল হানায় ইউক্রেনে ভারতীয় পড়ুয়া হত - Indian Student Death in Ukraine

খারকিভে রাশিয়ার মিসাইল হানায় মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের । বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আজ সকালে মিসাইল হানায় ওই ছাত্রের মৃত্যু হয়েছে । বিদেশ মন্ত্রক থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে (Indian student lost his life in Kharkiv) ।

Indian Student
খারকিভে বিস্ফোরণে ভারতীয় ছাত্রের মৃত্যু

By

Published : Mar 1, 2022, 3:15 PM IST

Updated : Mar 1, 2022, 5:43 PM IST

খারকিভ, 1 মার্চ : খারকিভে রাশিয়ার হানায় মৃত্যু হল এক ভারতীয় ডাক্তারি পড়ুয়ার । বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আজ সকালে রুশ মিসাইল হানায় কর্নাটকের বাসিন্দা নবীন গাঙ্গোদা নামে ওই ছাত্রের মৃত্যু হয়েছে । বিদেশ মন্ত্রক থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে (Indian student lost his life in Kharkiv) ।

বিদেশ মন্ত্রকের তরফ থেকে তাঁর মৃত্যুর খবরের পাশাপাশি জানানো হয়েছে, ইউক্রেনে ভারতীয় নাগরিকরা এখনও নিরাপদ । রাশিয়া ও ইউক্রেনে ভারতীয় রাষ্ট্রদূতরা তাঁদের সুরক্ষায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন ।

ইউক্রেনে ভারতীয় পড়ুয়া হত

আরও পড়ুন : আজই কিভ ছাড়ার বার্তা বিদেশ মন্ত্রকের, ভারতীয়দের ফেরাতে ইউক্রেন যাচ্ছে বায়ুসেনা

কর্নাটকের হাভেরি জেলার চেলাগেরি গ্রামের বাসিন্দা নবীন ইউক্রেনের একটি মেডিক্যাল কলেজে চতুর্থ বর্ষের ছাত্র । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর । তিনি টুইটারে লিখেছেন, "ভয়াবহ ট্র্যাজেডি । আমার প্রার্থনা তাঁর পরিবার এবং ইউক্রেনে আটকে থাকা প্রত্যেক ছাত্রের পরিবারের সঙ্গে রয়েছে ।"

Last Updated : Mar 1, 2022, 5:43 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details