কিভ, 28 ফেব্রুয়ারি : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস ৷ ইউক্রেনের রাজধানী কিভে অবস্থিত ভারতীয় দূতাবাস এই নির্দেশিকা জারি করেছে ৷ তারা সেখানে আটকে পড়া ভারতীয়দের দ্রুত রেল স্টেশনগুলিতে যাওয়ার পরামর্শ দিয়েছে (Indian embassy urges its stranded students to head to Railway Station as curfew lifted in Kyiv) ৷ কারণ, সেখানে সপ্তাহ শেষের কারফিউ উঠে গিয়েছে ৷
রাশিয়া মূলত ইউক্রেনের পূর্বপ্রান্ত দিয়ে আক্রমণ করেছে (Russia Invades Ukraine) ৷ ক্রমশ তারা ইউক্রেনের পশ্চিমপ্রান্তের দিকে অগ্রসর হচ্ছে ৷ এই পরিস্থিতিতে ইউক্রেনের বাসিন্দা থেকে সেখানে আটকে পড়া অন্যদেশের নাগরিকরাও ওই দেশের পশ্চিমপ্রান্ত দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন ৷