নিউ ইয়র্ক, 26 ফেব্রুয়ারি :ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত ৷ ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোরে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে একটি নিন্দা প্রস্তাব আনে ৷ সেই প্রস্তাবে ভোট না দিয়ে কার্যত রাশিয়ার বিরুদ্ধে গেল না মোদি সরকার (India abstains on UNSC resolution that 'deplores' Russian aggression against Ukraine) ৷ এদিন সবার নজর ছিল ভারতের দিকে ৷ কারণ নিউদিল্লি আর মস্কোর মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক যথেষ্ট পোক্ত ৷ তাই নরেন্দ্র মোদি কোন পক্ষে যাবেন, তা নিয়ে কৌতূহল ছিল বাকি রাষ্ট্রগুলির ৷ যদিও রাশিয়া ভেটো প্রয়োগে প্রস্তাব খারিজ হয়ে যায় ৷
এনিয়ে উচ্ছ্বসিত টুইট করে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলিদিমির জেলেনস্কি জানিয়েছেন, "আমি রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলির কাছে কৃতজ্ঞ ৷ যাঁরা এই আক্রমণ বন্ধের জন্য ভোট দিয়েছেন ৷" রাশিয়ার ভেটোকে তিনি নিরাপত্তা পরিষদ, ইউরোপের মানচিত্রে "রক্তাক্ত ক্ষত" বলে উল্লেখ করেন ৷ অনুরোধ করেন, যেন যুদ্ধ-বিরোধী গোষ্ঠী শীঘ্র পদক্ষেপ করে ৷ আরেকটি টুইট করে তিনি লেখেন, "নিরাপত্তা পরিষদের যে সাড়া মিলেছে, তাতে প্রমাণিত যে দুনিয়া আমাদের সঙ্গে, সত্য আমাদের সঙ্গে ৷ আমাদেরই জয় হবে ৷"
তবে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) আনা ভেটো খারিজ হয়ে গিয়েছে ৷ এই পরিষদে 15টি সদস্য রাষ্ট্র রয়েছে, যার মধ্যে অন্যতম স্থায়ী সদস্য রাশিয়া নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করে ৷ ভারত, চিন আর আরব আমিরশাহী ভোট দেয়নি ৷ বাকি 11টি দেশ নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৷