পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 75 লাখ

বিশ্বে বাড়ল কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ ছাড়াল 75 লাখ ৷ গতকাল একটি রিপোর্ট পেশ করে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷

Global coronavirus count surpasses 7.5 million, said WHO
বিশ্বব্যাপী কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল প্রায় সাড়ে 75 লাখ

By

Published : Jun 14, 2020, 8:16 AM IST

জেনেভা, 14 জুন : বিশ্বজুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ বর্তমানে আক্রান্তের সংখ্যা 75 লাখ 53 হাজার 182 ৷

বিশ্বে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও ৷ গতকাল একটি রিপোর্ট প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়, 24 ঘণ্টায় বিশ্বে কোরোনায় আক্রান্ত হয়েছে 1 লাখ 42 হাজার 672 জন ৷ মৃত্যু হয়েছে 5 হাজার 55 জনের ৷ এর জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 4 লাখ 23 হাজার 349 ৷

অ্যামেরিকায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সবথেকে বেশি ৷ শুধু অ্যামেরিকাতেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 36 লাখ ৷ মৃতের সংখ্যা 1 লাখ 96 হাজার 440 ৷ আক্রান্তের নিরিখে দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে ব্রাজ়িল ও রাশিয়া ৷ চার নম্বরে রয়েছে ভারত ৷

গত সপ্তাহে একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন WHO প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেয়েসাস ৷ সেখানে তিনি বলেন, বিশ্বব্যাপী গড়ে প্রতিদিন প্রায় এক লাখেরও বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হচ্ছে ৷ সংক্রমণের প্রায় 75 শতাংশই হচ্ছে 10টি দেশ থেকে ৷

ABOUT THE AUTHOR

...view details