পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসায় কোয়ারানটাইনে জার্মান চ্যান্সেলর - Covid-19 latest update

নিউমোনিয়ার ভ্যাকসিন যে চিকিৎসকের কাছ থেকে নিয়েছিলেন, সেই চিকিৎসকই কোরোনা আক্রান্ত হওয়ার সংক্রমণ রোধে বাড়িতে কোয়ারানটাইনে থাকার সিদ্ধান্ত নিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ৷

German Chancellor Angela Merkel
অ্যাঞ্জেলা মার্কেল

By

Published : Mar 23, 2020, 8:46 AM IST

বার্লিন, 23 মার্চ: দেশে কোরোনা সংক্রমণ রুখতে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল রবিবারই ঘোষণা করেছিলেন যে দুইজনের বেশি জমায়েত করা যাবে না ৷ এই ঘোষণার কিছুক্ষণ পরই জানা গেল, কোরোনা আক্রান্ত এক চিকিৎসকের সংস্পর্শে আসায় নিজেকে কোয়ারানটাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চ্যান্সেলর ৷

জার্মান মুখপাত্র স্টিফেন সিবার্ট এক বিবৃতিতে জানান, ‘‘চ্যান্সেলর আপাতত বাড়িতেই কোয়ারানটাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৷ আগামী দিনগুলিতে নিয়মিত তাঁর শারীরিক পরীক্ষা করা হবে ৷ যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ তিনি বাড়ি থেকেই করবেন ৷’’

শুক্রবার অ্যাঞ্জেলা মার্কেল নিউমোনিয়ার ভ্যাকসিন নিয়েছিলেন যে চিকিৎসকের কাছ থেকে, সেই চিকিৎসকই কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাঁর সংস্পর্শে আসার কারণে জার্মান চ্যান্সেলর নিজেকে কার্যত গৃহবন্দী রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৷ 65 বছর বয়সী চ্যান্সেলরের এখনও পর্যন্ত কোনও উপসর্গ দেখা না দিলেও আগামী কয়েকদিন তাঁকে পরীক্ষা করা হবে ৷

আজ অ্যাঞ্জেলার নেতৃত্বে মন্ত্রিসভার একটি বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে 822 বিলিয়ন ইউরোর একটি চুক্তিতে সই করার কথা ছিল চ্যান্সেলরের ৷ প্রসঙ্গত, সংক্রমণ আটকানোর জন্য ইউরোপের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সেসব দেশ আগামীদিনে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে। ওই দেশগুলিকে কঠিন এই পরিস্থিতিতে সাহায্য করার জন্যই চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেন চ্যান্সেলর।

ABOUT THE AUTHOR

...view details