পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আমাজ়ন নিয়ে উদ্যোগী G-৭, ক্ষতিগ্রস্ত দেশগুলিকে সাহায্যের সিদ্ধান্ত - france

G-৭ গোষ্ঠীর দেশগুলি আমাজ়নের আগুনের জেরে ক্ষতিগ্রস্ত দেশগুলিকে সাহায্য করতে একমত হল । আজ এই খবর জানান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরঁ । ঘরে-বাইরে চাপের মুখে পড়ে আমাজ়নের আগুন নেভাতে সেনা নামানোর সিদ্ধান্ত নেন তিনি । প্রায় 44,000 সেনা আগুন নেভানোর কাজে ইতিমধ্যেই নেমেছে বলে জানা যাচ্ছে । পাশাপাশি বিমান থেকে জল ঢালছে বলিভিয়া ।

আমাজ়নের আগুন

By

Published : Aug 25, 2019, 8:16 PM IST

Updated : Aug 25, 2019, 8:23 PM IST

বিয়ারিৎস (ফ্রান্স), 25 অগাস্ট : G-৭ গোষ্ঠীর দেশগুলি আমাজ়নের আগুনের জেরে ক্ষতিগ্রস্ত দেশগুলিকে সাহায্য করতে একমত হল । আজ এই খবর জানান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরঁ । বিয়ারিৎসের যে রিসর্টে G-৭ শীর্ষ সম্মেলন বসেছে, সেখানে সাংবাদিকদের তিনি বলেন, "যত দ্রুত সম্ভব আগুনের কবলে পড়া দেশগুলিকে সাহায্য করার বিষয়ে আমরা সকলেই একমত ।" সম্মেলনের আগেই ম্যাকরঁ গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতাদের আমাজ়নে আগুন লাগার বিষয়ে জরুরি আলোচনা করার কথা জানান । আগুন নিয়ে সুসংহত পদক্ষেপ নেওয়ার জন্যও তিনি বলেন । এদিকে, আমাজ়নে আগুন নিয়ন্ত্রণে ইতিমধ্যে সেনা নামিয়েছে ব্রাজ়িল । বিমানে করে জঙ্গলের উপর জল ছেটানো হচ্ছে ।

আমাজ়নের প্রায় 60 শতাংশ ব্রাজিলে অবস্থিত । বিস্তীর্ণ এই জঙ্গল বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, ফ্রান্স, গুয়েনা, গুয়ানা, পেরু, সুরিনেম এবং ভেনিজ়ুয়েলাতেও রয়েছে । এমানুয়েল ম্যাকরঁ বলেন, "আজ সকালে কলম্বিয়া আন্তর্জাতিক মঞ্চকে সাহায্য করার জন্য বলেছে । সুতরাং আমাদের অবশ্যই সাহায্য করা উচিত । আমাদের দল সব দেশগুলি (যে দেশগুলি ক্ষতিগ্রস্ত)-র সঙ্গে যোগাযোগ করছে যাতে আমরা আগুন নেভাতে প্রযুক্তি ও ফান্ড দিয়ে সাহায্য করতে পারি । "

আমাজ়নের দাবানল

আমাজ়নের আগুন নেভাতে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় এর আগে ব্রাজ়িলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর উপরে ক্ষুব্ধ হন ম্যাকরঁ । পালটা ফ্রান্স প্রেসিডেন্টের 'উপনিবেশবাদী মানসিকতা' রয়েছে বলে নিন্দা করেন জাইর বোলসোনারো । তিনি বলেন, আমাজ়নের আগুন নিয়ে বহির্বিশ্বের নাক গলানোর প্রয়োজন নেই । পরে ঘরে-বাইরে চাপের মুখে পড়ে আমাজ়নের আগুন নেভাতে সেনা নামানোর সিদ্ধান্ত নেন তিনি । প্রায় 44,000 সেনা আগুন নেভানোর কাজে ইতিমধ্যেই নেমেছে বলে জানা যাচ্ছে । পাশাপাশি বিমান থেকে জল ঢালছে বলিভিয়া ।

Last Updated : Aug 25, 2019, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details