অ্যামস্টারড্যাম, 21 নভেম্বর: কোভিড আক্রান্তের (COVID-19 Cases) সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে । কিন্তু সামাজিক দূরত্ববিধি নিয়ে কড়াকড়িতে (COVID Restrictions) আপত্তি । তার জেরে নতুন করে বিক্ষোভ মাথাচাড়া দিচ্ছে ইউরোপে (Europe)। হল্যান্ডের অ্যামস্টারডাম, রটারড্যাম, হেগ, অস্ট্রিয়ার ভিয়েনা, ক্রোয়েশিয়ার জাগরেব, ইটালির রোম-সহ একাধিক জায়গায় বিক্ষোভ হিংসাত্মক আকারও ধারণ করেছে । তার জেরে ক্রমশ তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি । রাত 8টার পর রেস্তরাঁ, পানশালা খোলা রাখাও নিষিদ্ধ করা হয়েছে ৷
করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী হতে দেখে গত শনিবার থেকে হল্যান্ডে আংশিক লকডাউন চলছে ৷ তাতেই ক্ষুব্ধ দেশের নাগরিকদের একাংশ ৷ বেশ কিছুদিন ধরেই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন তাঁরা ৷ কিন্তু শনিবার তা চরমে ওঠে ৷ হেগ শহরে একটি থানায় আগুন ধরিয়ে এলোপাথাড়ি বাজি ছুড়তে দেখা যায় স্থানীয়দের । থানার বাইরে রাখা সারি সারি সাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয় । কালো জ্যাকেটে মাথা পর্যন্ত ঢেকে তাণ্ডব চালান বিক্ষোভকারীরা ।
আরও পড়ুন:Climate Change: রোগের নাম ‘জলবায়ু পরিবর্তন’, প্রথম আক্রান্ত সত্তরের বৃদ্ধা
বিক্ষোভ চলাকালীন একটি অ্যাম্বুল্যান্সও ক্ষতিগ্রস্ত হয় ৷ পাথরের আঘাতে পাঁচ পুলিশকর্মী জখম হন বলে অভিযোগ । বন্ধ রাখতে হয় দু’টি ফুটবল ম্যাচ ৷ বিক্ষোভ হঠাতে রাতে সেখানে পুলিশ কুকুর নামানো হয় । লাঠিচার্জও করে পুলিশ । কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য শহরে সতর্কতা জারি করা হয়েছে । গ্রেফতার করা হয়েছে 7 জনকে । আবার রটারড্যামে বিক্ষোভ এতটাই চরমে ওঠে যে, গুলি পর্যন্ত চালাতে হয় পুলিশকে । তাতে তিন জন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হন । বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ।