প্যারিস, 22 জুলাই : পেগাসাস (Pegasus Spyware) বিতর্কে একাধিক তদন্তের নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ (French President Emmanuel Macron) ৷ দ্য গার্ডিয়ান (The Guardian) পত্রিকায় প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছে, পেগাসাস বিতর্কে 50 হাজার ফোন নম্বরের যে তালিকা প্রকাশ্যে এসেছে, তাতে ফরাসি প্রেসিডেন্টের নম্বরও রয়েছে ৷ রয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী-সহ আরও অন্তত 20 জন হেভিওয়েটের নম্বর ৷ এই ঘটনা জানার পরই এই বিষয়ে তদন্তের নির্দেশ দেন ম্যাক্রোঁ ৷ ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্য়াসটেক্স (French Prime Minister Jean Castex) নিজেই একথা জানিয়েছেন বলেও ওই সংবাদে উল্লেখ করা হয়েছে ৷ তাতে দাবি করা হয়, বুধবারই প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি-র (Elysee) তরফে থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ তাতেই পেগাসাস কাণ্ডে একাধিক তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় প্রকৃত সত্য সামনে আনতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ৷
আরও পড়ুন :Pegasus Spyware : ফরাসি প্রেসিডেন্ট থেকে পাক প্রধানমন্ত্রী, পেগাসাসের নিশানায় অন্তত 14 রাষ্ট্রনেতা !
তবে পেগাসাস কাণ্ডের জেরে এখনই কোনও পদক্ষেপ করা বা সুরক্ষা ব্যবস্থায় বদল আনার কথা ভাবছে না ফ্রান্সের সরকার ৷ প্রধানমন্ত্রী ক্য়াসটেক্স এই প্রসঙ্গে বলেন, ‘‘এত তাড়াহুড়ো করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় ৷ কারণ, এখনও আমরা সবটা জানি না ৷’’ তবে গোটা ঘটনায় কার্যত হতভম্ব হয়ে গিয়েছেন ফরাসি রাজনীতিকরা ৷ প্রেসিডেন্ট ম্য়াক্রোঁ, প্রাক্তন প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ্পে-সহ দেশের বর্তমান 14 জন মন্ত্রীর ফোন নম্বর ফাঁস হওয়া ডেটাবেসে পাওয়া গিয়েছে ৷ যা অত্যন্ত উদ্বেগের ৷