প্যারিস, ১৫ মার্চ : জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হারের সম্পত্তি ফ্রিজ় করে দেওয়ার সিদ্ধান্ত নিল ফ্রান্স সরকার। আজ ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রক, অর্থমন্ত্রক ও বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি করে জারি করে একথা জানানো হয়।
মাসুদ আজ়হারের সম্পত্তি ফ্রিজ় করল ফ্রান্স - JeM
মাসুদ আজ়হারের সম্পত্তি ফ্রিজ ফ্রান্সের
![মাসুদ আজ়হারের সম্পত্তি ফ্রিজ় করল ফ্রান্স](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2698035-532-ffe98dd7-2091-4d5b-9f0a-a3ed95e842c7.jpg)
পাশাপাশি বিবৃতিতে বলা হয়, ইউরোপিয়ান ইউনিয়নের সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িতদের তালিকায় জইশ প্রধানের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জন CRPF জওয়ান শহিদ হন। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত জইশ-ই-মহম্মদ। তারপর থেকে জইশ-ই-মহম্মদ প্রধানকে মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে কালো তালিকাভুক্ত করার দাবি তোলে ফ্রান্স। তা নিয়ে অ্যামেরিকা ও ব্রিটেনের সঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সরব হয় ফ্রান্স। কিন্তু, চিনের ভেটোর কারণে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়।