মস্কো, 11 সেপ্টেম্বর : চিন-ভারত সীমান্তে তপ্ত আবহেই বৃহস্পতিবার মুখোমুখি হলেন ভারত ও চিনের বিদেশমন্ত্রী । মস্কোয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের পার্শ্ব বৈঠকে অংশ নেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । উপস্থিত ছিলেন রাশিয়া ও চিনের বিদেশমন্ত্রীও । ত্রিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় বৈঠকে । পাশাপাশি আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে । বৈঠকের উদ্যোক্তা ছিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ । বৈঠকের পরে জয়শংকর টুইট করেন ।
ত্রিপাক্ষিক বৈঠকের পর একটি প্রেস বিবৃতি দেওয়া হয় । তাতে জানানো হয়, রাশিয়া-ভারত-চিনের ত্রিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে । আন্তর্জাতিক ও জাতীয় স্তরে প্রতিটি দেশের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন বিদেশমন্ত্রীরা । একইসঙ্গে বিশ্বাসযোগ্যতা, বন্ধুত্ব প্রসঙ্গও উঠে এসেছে বৈঠকে ।
ভারত-চিন-রাশিয়ার বৈজ্ঞানিক ও শিল্পক্ষমতা আছে । তাই কোরোনা প্যানডেমিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এই তিন দেশ সক্ষম হবে বলে সহমত হন বিদেশমন্ত্রীরা ।