জেনেভা, 25 এপ্রিল: এ বার স্যুইত্জ়ারল্যান্ডে ঢুকে পড়ল কোভিড 19-এর ভারতীয় ভ্যারিয়েন্ট ৷ জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভ্যারিয়েন্টে প্রথম সেখানে সংক্রমিত হওয়ার ঘটনা ঘটেছে ৷
স্যুইত্জ়ারল্যান্ডের জনস্বাস্থ্যের যুক্তরাষ্ট্রীয় দফতর টুইটে জানিয়েছে, "কোভিড 19-এর ভারতীয় ভ্যারিয়েন্টের প্রথম ঘটনা ধরা পড়েছে স্যুইত্জ়ারল্যান্ডে ৷ ইউরোপিয়ান বিমানবন্দর হয়ে স্যুইত্জ়ারল্যান্ডে আসা এক যাত্রীর শরীরে দেখা দিয়েছে এই ভ্যারিয়েন্ট ৷"
গত মার্চ মাসে সোলোথার্নের উত্তর ক্যান্টনে এই পজ়িটিভ নমুনা সংগ্রহ করা হয়েছিল বলে জানানো হয়েছে ৷ স্বাস্থ্য দফতরের মুখপাত্র ড্যানিয়েল ডাউওয়ালডের জানিয়েছেন, "স্যুইত্জ়ারল্যান্ডের বিমানে ওঠার আগে ইউরোপিয়ান একটি দেশে বিমান বদল করেছিলেন ওই ব্যক্তি ৷"
বৃহস্পতিবার বেলজিয়ান প্রশাসন জানায়, 20 জন ভারতীয় নার্সিং ছাত্রছাত্রী প্যারিস পৌঁছনোর পর দেখা যায় তাঁরা পজ়িটিভ এবং তাঁদের শরীরে মেলে কোভিড 189-এর ভারতীয় ভ্যারিয়েন্ট ৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পরই স্যুইত্জ়ারল্যান্ডের ঘটনাও প্রকাশ করা হয় ৷
আরও পড়ুন:করোনার দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখের কাছে, মৃত আরও 2,767
ভারতে নতুন করে মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে নয়া ডাবল মিউট্যান্ট যা পরিচিত B.1.617 নামে ৷
এ দিকে, দেশে আরও বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ ৷ দৈনিক সংক্রমণ পৌঁছে গিয়েছে সাড়ে তিন লাখের কাছাকাছি ৷ লাফিয়ে বেড়েছে মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 3.49 লক্ষেরও বেশি মানুষ ৷ দেশে করোনায় একদিনে মৃত্যু হয়েছে আড়াই হাজারেরও বেশি মানুষের ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও 2,767 জনের ৷