কিয়েভ, 24 ফেব্রুয়ারি: ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন রাশিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin announces military operation in Ukraine) ৷ তাঁর এই ঘোষণার পরেই ইউক্রেনের একাধিক শহর থেকে বিস্ফোরণের খবর আসতে শুরু করেছে ৷ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের দেওয়া রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের বেশকিছু শহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানকার বেশকিছু বিস্ফোরণের ছবি ও ভিডিয়ো ৷
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইউক্রেনে বিস্ফোরণের ভিডিয়ো ৷ সেগুলির সত্যাসত্য জানা না গেলেও দেখা যাচ্ছে বিস্ফোরণের পরে ধোঁয়ার কুণ্ডলী কীভাবে পাকিয়ে উঠছে আকাশের দিকে ৷
ইউক্রেনের রাজধানী কিয়েভের বিমানমন্দরের কাছে বিস্ফোরণের খবর মিলেছে ৷ এছাড়াও খারকিভ, ওডেসা, মারিউপল শহরেও বিস্ফোরণ হয়েছে বলে খবর ৷ পুতিন এদিন মূলত পূর্ব ইউক্রেনের একটা অংশে সেনা অভিযানের কথা জানালেও, বিস্ফোরণের খবর এসেছে ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকেই ৷ রুশ সেনা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেই খবর ৷