পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Missile Attack on Central Kyiv : মধ্য কিয়েভে বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র হামলা ; জানালেন বিদেশমন্ত্রী কুলেবা - Russian Missile Attacks on Central Kyiv

সেন্ট্রাল কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার (Russian Missile Attacks on Central Kyiv) ৷ ইউক্রেনে রুশ সেনা অভিযানের দ্বিতীয় দিনে কিয়েভে হামলা শুরু হয়েছে বলে খবর, যা নিয়ে একটি টুইটও করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমেত্র কুলেবা (Explosions Heard in Central Kyiv Says Ukraine Foreign Minister Dmytro Kuleba) ৷

Russia Ukraine Conflict
Explosions Heard in Central Kyiv Says Ukraine Foreign Minister Dmytro Kuleba

By

Published : Feb 25, 2022, 1:07 PM IST

Updated : Feb 25, 2022, 2:57 PM IST

কিয়েভ, 25 ফেব্রুয়ারি : রাশিয়ান সেনার হামলার দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানীতে পরপর বিস্ফোরণ (Explosions Heard in Central Kyiv Says Ukraine Foreign Minister Dmytro Kuleba) ৷ সেন্ট্রাল কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে (Horrific Russian Rocket Strikes on Kyiv) ৷ সেই সঙ্গে দ্বিতীয় দিনের সেনা অভিযান শুরু করে দিয়েছে রাশিয়া ৷ শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যমের তরফে এমনটাই জানানো হয়েছে ৷

তবে, পরপর এই বিস্ফোরণ নিয়ে দু’রকম মন্তব্য করা হয়েছে ইউক্রেনের তরফে ৷ সেদেশের স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন দাবি করেছেন, ইউক্রেনের তরফে ‘অ্যান্টি মিসাইল সিসটেম শুটিং থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ৷ তার ফলে ইউক্রেনের আকাশে বিস্ফোরণ হয়েছে ৷ যদিও, সেই রিপোর্টটি যাচাই করা হয়নি ৷ অন্যদিকে, ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমেত্র কুলেবা জানিয়েছেন, কিয়েভ ভয়াবহ রাশিয়ান ক্ষেপণাস্ত্রের হামলার শিকার হয়েছে (Russian Missile Attacks on Central Kyiv) ৷

আরও পড়ুন : Airlift for Stranded Indians in Ukraine : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফ্ট করে ফেরানো হবে দেশে

দুই রাষ্ট্রনেতার দু’রকম বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে ৷ তবে, বিদেশমন্ত্রীর বিবৃতিকেই সত্যি বলে মনে করা হচ্ছে ৷ কারণ, কিয়েভ থেকে মাত্র 15 মাইল দূরে ইউক্রেনের বায়ুসেনার একটি ঘাঁটি রাশিয়ান সেনা দখল করে নিয়েছে ৷ ফলে কিয়েভে রাশিয়ান ক্ষেপণাস্ত্রের হামলা খুব একটা অস্বাভাবিক নয় ৷ এনিয়ে দিমেত্র কুলেবা একটি টুইট করেছেন ৷

আরও পড়ুন : Bengali Student in Ukraine : ইউক্রেনে কেমন আছেন ? ভিডিয়ো পাঠালেন দুর্গাপুরের নেহা, শিউরে উঠল পরিবার

কুলেবা তাঁর টুইটে লিখেছেন, ‘‘শেষবার 1941 সালে আমাদের রাজধানী এমন কিছু দেখেছিল ৷ সেটা নাৎসি বাহিনী হামলা করেছিল ৷ ইউক্রেন সেই দানবকে হারিয়েছিল এবং এটাকেও হারাবে ৷ পুতিনকে থামাতে হবে ৷ রাশিয়াকে একঘরে করে দিতে হবে ৷ সব চুক্তি বন্ধ করে দিতে হবে ৷ সব জায়গা থেকে রাশিয়াকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ৷’’

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : রাশিয়ার আক্রমণের প্রথম দিনে মৃত 137 ইউক্রেনবাসী, জখম 300

সোমবারের রিপোর্ট অনুযায়ী, বেরুশ দিয়ে সমরাস্ত্রে সজ্জিত যে রাশিয়ান বাহিনী ইউক্রেনে প্রবেশ করেছিল ৷ তারা কিয়েভ থেকে মাত্র 32 কিলোমিটার দূরে অবস্থান করছে ৷ তবে, আজ সকালে কিয়েভ থেকে 15 মাইল দূরে একটি বায়ুসেনা ঘাঁটির দখল নিয়েছে রাশিয়ান সেনা ৷ প্রসঙ্গত, সোমবারই পুতিন ডনেস্ক এবং লুহানস্ক প্রদেশকে ইউক্রেনের থেকে আলাদা এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে ৷ পরবর্তী সময়ে ডোনবাস অঞ্চলের মানুষদের বাঁচাতে বিশেষ সেনা অভিযানের নির্দেশ জেন পুতিন ৷ বহু ইউরোপিয়ান এবং আমেরিকান দেশ রাশিয়ার এই পদক্ষেপের সমালোচনা করেছে ৷

Last Updated : Feb 25, 2022, 2:57 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details