কিয়েভ, 25 ফেব্রুয়ারি : রাশিয়ান সেনার হামলার দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানীতে পরপর বিস্ফোরণ (Explosions Heard in Central Kyiv Says Ukraine Foreign Minister Dmytro Kuleba) ৷ সেন্ট্রাল কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে (Horrific Russian Rocket Strikes on Kyiv) ৷ সেই সঙ্গে দ্বিতীয় দিনের সেনা অভিযান শুরু করে দিয়েছে রাশিয়া ৷ শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যমের তরফে এমনটাই জানানো হয়েছে ৷
তবে, পরপর এই বিস্ফোরণ নিয়ে দু’রকম মন্তব্য করা হয়েছে ইউক্রেনের তরফে ৷ সেদেশের স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন দাবি করেছেন, ইউক্রেনের তরফে ‘অ্যান্টি মিসাইল সিসটেম শুটিং থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ৷ তার ফলে ইউক্রেনের আকাশে বিস্ফোরণ হয়েছে ৷ যদিও, সেই রিপোর্টটি যাচাই করা হয়নি ৷ অন্যদিকে, ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমেত্র কুলেবা জানিয়েছেন, কিয়েভ ভয়াবহ রাশিয়ান ক্ষেপণাস্ত্রের হামলার শিকার হয়েছে (Russian Missile Attacks on Central Kyiv) ৷
আরও পড়ুন : Airlift for Stranded Indians in Ukraine : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফ্ট করে ফেরানো হবে দেশে
দুই রাষ্ট্রনেতার দু’রকম বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে ৷ তবে, বিদেশমন্ত্রীর বিবৃতিকেই সত্যি বলে মনে করা হচ্ছে ৷ কারণ, কিয়েভ থেকে মাত্র 15 মাইল দূরে ইউক্রেনের বায়ুসেনার একটি ঘাঁটি রাশিয়ান সেনা দখল করে নিয়েছে ৷ ফলে কিয়েভে রাশিয়ান ক্ষেপণাস্ত্রের হামলা খুব একটা অস্বাভাবিক নয় ৷ এনিয়ে দিমেত্র কুলেবা একটি টুইট করেছেন ৷