বার্লিন, 1 মার্চ : রাশিয়ার মঙ্গল অভিযানের কথা থাকলেও, তা বোধহয় হবে না ৷ আজ একথা জানিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ ৷ 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে পুতিন সরকার ৷ বিশ্বজুড়ে নানা ভাবে পুতিনকে শায়েস্তা করার চেষ্টা চলছে ৷ কিন্তু তিনি নাছোড় ৷ এর মধ্যে ইএসএ জানাল, ইউরোপ-রাশিয়া এক্সোমার্স রোভার মিশন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম (Europe-Russian Mars mission 2022 is now very unlikely, says European Space Agency) ৷
22 সদস্যের আধিকারিকরা বৈঠক করে রাশিয়ার রোসকসমল স্পেস এজেন্সির (Russia's Roscosmos space agency) সঙ্গে মঙ্গল অভিযানের পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৷ 2020-তে এক্সোমার্স রোভার মিশন হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের জন্য তা বন্ধ হয়ে যায় ৷ 2022-এর সেপ্টেম্বরে কাজাকাস্তানের বৈকানুর মহাকাশবন্দর (Baikonur spaceport in Kazakhstan) থেকে রাশিয়ান প্রোটোন রকেটের মাধ্যমে এই রোভারকে পাঠানোর কথা ছিল ৷
এটাই লালগ্রহে ইউরোপের প্রথম রোভার যান (Europe-Russia ExoMars rover mission) ৷ সেখানে প্রাণের অস্তিত্ব আছে কি না, তা নিশ্চিত করতেই অভিযানের সিদ্ধান্ত ৷ 2016 সালে পরীক্ষামূলক ভাবে একটি রোভার পাঠানো হলেও, তা মঙ্গল গ্রহে পৌঁছে ধ্বংস হয়ে যায় ৷
আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ইউরোপিয় ইউনিয়নের সদস্য ইউক্রেন ? আবদেনপত্রে সই জেলেনস্কির