নয়াদিল্লি, 30 অক্টোবর : ভারতে কোভিড-19 ভ্যাকসিনের গতি বিশ্বের অন্য দেশগুলির দৃষ্টি আকর্ষণ করেছে ৷ এর সাফল্যে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি (Mario Draghi) তো বটেই, এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন-এর (European Union, EU) অন্তর্ভুক্ত দেশগুলির নেতারা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব (Foreign Secretary) হর্ষ বর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla) ৷
তিনি বলেন, "আমাদের দেশে ভ্যাকসিনের ডোজ়ের সংখ্যা এবং যত শতাংশ নাগরিক ভ্যাকসিনের প্রথম ডোজ় নিয়েছেন, এই দুটো বিষয়ে ইতালির প্রধানমন্ত্রী-সহ বাকি ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷"
বিদেশ সচিব মনে করিয়ে দেন, ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী ৷ গতকাল প্রধানমন্ত্রীর ইতালি সফরের প্রথম দিনের বৈঠকে 'ইন্ডিয়া ইইউ সামিট'-এর (India EU Summit) রোডম্যাপ গ্রহণ করেছেন উপস্থিত ইইউ নেতা এবং ভারতের প্রধানমন্ত্রী ৷ এছাড়া ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন-ভুক্ত দেশগুলির মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত সম্পর্ক, ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে ৷
সাম্প্রতিক কোভিড-19 অতিমারি, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক উন্নয়ন, বিশ্বের অন্য সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে কথা হয় ৷ তবে প্রধানমন্ত্রী মোদি জলবায়ু পরিবর্তনে ভারতের দৃষ্টিভঙ্গি, আফগানিস্তান আর ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে গুরুত্ব দিয়েছেন ৷
আরও পড়ুন :Narendra Modi : রোমের পিয়াজা গান্ধিতে মোদিকে দেখে আবেগে ভাসলেন প্রবাসী ভারতীয়রা
শ্রিংলা জানান প্রধানমন্ত্রী রোমে পিয়াজা গান্ধিতে (Piazza Gandhi) গিয়ে মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন ৷ সেই সময় সেখানে রোমে বসবাসকারী বহু ভারতীয় ছিলেন ৷ তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও এই দৃশ্যের ছবি পোস্ট করে টুইট করে লিখেছেন, "রোমে আমি মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানানোর সুযোগ পেলাম ৷ যাঁর আদর্শ বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে সাহস আর উৎসাহ দেয় ৷" এছাড়া মোদি রোমে শিখ-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করেন ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহিদ ভারতীয় সৈন্যদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি ৷
এদিন রোমে পালাজো চিগিতে (Palazzo Chigi) প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দেখা করেন মোদি ৷ 27 অগস্ট আফগানিস্তান নিয়ে দু'দেশের নেতার মধ্যে কথা হয়েছে ৷ এছাড়া অনেক বার দুই নেতৃত্ব নিজেদের মধ্যে ফোনালাপ করলেও দু'দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এই প্রথম, জানিয়েছেন বিদেশ সচিব ৷
দু'দেশের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য এবং দূষণবিহীন শক্তি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয় ৷ ভারত ও ইতালি একটি যৌথ বিবৃতিতে দু'দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের (Stratgic Partnership) কথা ঘোষণা করেছে ৷ বিবৃতিতে শক্তি আদানপ্রদান, গ্রিন করিডর প্রজেক্ট, স্মার্ট গ্রিডস, শক্তি সংরক্ষণের উপায়, গ্যাস পরিবহণ, বর্জ্য প্রক্রিয়াকরণ, গ্রিন হাউড্রোজেন এবং বায়োফুয়েল চালু করা নিয়ে একসঙ্গে কাজ করার কথা জানানো হয়েছে ৷
ভ্যাকসিনের সার্টিফিকেটের (Vaccination Certificate) বিষয়ে মূলত কথা হয়েছে ইইউ-এর প্রতিনিধিদের সঙ্গে, জানিয়েছেন শ্রিংলা ৷ তিনি বলেন, "ভ্যাকসিনেশন সার্টিফিকেট বিষয়ে প্রধানমন্ত্রী মোদি যে যুক্তি দিয়েছেন, তা বেশিরভাগ দেশ গ্রহণ করেছে ৷ আন্তর্জাতিক সফরকে জটিলতা থেকে মুক্ত করার ভাবনায় বহু দেশই খুশি ৷ আমার মনে হয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ৷" বিদেশ সচিব জানান, ইউরোপিয়ান ইউনিয়নের-এর কয়েকটি দেশ ইতিমধ্যে ভারতের প্রস্তাবে সাড়া দিয়েছে ৷ তিনি বলেন, "আমরা এমনকি জি-20-তেও ভ্যাকসিনেশন সার্টিফিকেটকে পারস্পরিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব রেখেছিলাম ৷ এখনও আলোচনা চলছে ৷"