পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতের পাশে ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি

গত চারদিন ধরে ভারতে দৈনিক করোনা সংক্রমণের হার তিন লক্ষ ছাড়িয়েছে ৷ গত সপ্তাহে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয় ঢেউকে 'তুফান' বলেছেন ৷ দেশে অক্সিজেনের ঘাটতিতে রোগীমৃত্যু নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বার্তা পাঠাল ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি এবং ইজ়রায়েল ৷ গত সপ্তাহে ফ্রান্সের তরফেও একই বার্তা দেওয়া হয় ৷

By

Published : Apr 25, 2021, 9:07 PM IST

Updated : Apr 25, 2021, 10:23 PM IST

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত ৷
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত ৷

নয়া দিল্লি, 25 এপ্রিল: কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত ৷ এই সেকেন্ড ওয়েভকে প্রধানমন্ত্রী মোদি 'তুফান' বলেছেন তাঁর গত সপ্তাহের ভাষণে ৷ এই পরিস্থিতিতে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইজ়রায়েল এবং জার্মানি ৷ মার্চে ভারতে সংক্রামিতের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ৷ গত চারদিনে এই সংখ্যা বস্তুত চূড়া ছুঁয়েছে ৷ দৈনিক সংক্রমণে হার 3 লক্ষ ছাড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে ব্রিটেন-সহ বিভিন্ন দেশ ভারতের সঙ্গে সাময়িকভাবে বিমান পরিষেবা বন্ধ রেখেছে ৷ এই অবস্থায় রবিবার বিকেলেই এই প্রতিশ্রুতির আশ্বাস এসেছে ৷

ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট ইয়ানেস লেনারচিচ টুইটে জানান, ভারতের তরফে সাহায্যের অনুরোধ আসার পরই আমরা সিভিল প্রটেকশন মেকানিজমকে সক্রিয় করেছি ৷ ইউরোপীয় ইউনিয়ন ভারতকে সহায়তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে । আমারা অক্সিজেন এবং ওষুধ দ্রুত সরবরাহ করতে প্রস্তুত ৷

লেনারচিচের এই টুইটের পরই ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট আর্সলা ভন ডের লেয়েন তা নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে লেখেন, ভারতের এই এপিডেমিওলজিক্যাল পরিস্থিতিতে আমরা সতর্ক হয়েছি । আমরা ভারতকে সাহায্য করতে প্রস্তুত । সিভিল প্রোটেকশন মেকানিজমের মাধ্যমে সহায়তার জন্য ইইউ সংস্থাগুলি চেষ্টা চালাচেছ ৷ আমরা সম্পূর্ণ ভাবে ভারতীয় জনগণের পাশে আছি !

যদিও ইজ়রায়েলের তরফে সরকারি ভাবে কোনও বার্তা আসেনি তবে ইজ়রায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের অ্যামিচাই স্টেইন টুইট করে ভারতকে প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷

একই ভাবে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলও ভারতের জন্য আপৎকালীন সহায়তা প্রস্তুত করার কথা জানিয়েছেন ৷ তিনি ভারতীয়দের জন্য সমবেদনা প্রকাশ করেছেন ৷ তাঁর মুখপাত্র স্টেফান সেইবার্ট টুইটে মার্কেলের এই বার্তা প্রকাশ করেছেন ৷ কী সাহায্য জার্মানি ভারতকে করবে তা সরকারি ভাবে এখনও জানা না গেলেও সেখানকার ডের স্পিগল ম্যাগাজিনের একটি সূত্র জানাচ্ছে, জার্মানির সশস্ত্র বাহিনীকে অক্সিজেন সরবারহের প্রস্তুতির কথা বলা হয়েছে ৷

আরও পড়ুন: কাঠের ভাঁড়ার শূন্য, দেহ সৎকারের জন্য চেয়ার-টেবিল দান স্থানীয়দের

গত শুক্রবারই ফ্রান্সের তরফেও ভারতকে সাহায্যের কথা বলা হয় ৷ ফরাসি অ্যাম্বাসাডর ইমান্যুয়েল লেনেইন প্রেসিডেন্ট ম্যাকরনের বার্তা টুইট করে জানান সাহায্য পাঠানোর কথা ৷

এই মুহূর্তে ভারতের অবস্থা যা তাতে হাসপাতালে শয্যা, ওষুধ এবং অক্সিজেনের আকাল দেখা গিয়েছে দেশজুড়ে ৷ গত এক সপ্তাহ ধরে অক্সিজেন না পেয়ে রোগীমৃত্যু স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে ৷ সবচেয়ে গুরুতর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে রাজধানী দিল্লি ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী এবং দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীদের চিঠিও লিখেছেন ৷

আরও পড়ুন: রেমডেসিভিরের নামে 20 হাজার টাকায় বিকোচ্ছে গ্লুকোজ়ের মিশ্রণ, ইন্দোরে ধৃত 5

Last Updated : Apr 25, 2021, 10:23 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details