নয়া দিল্লি, 25 এপ্রিল: কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত ৷ এই সেকেন্ড ওয়েভকে প্রধানমন্ত্রী মোদি 'তুফান' বলেছেন তাঁর গত সপ্তাহের ভাষণে ৷ এই পরিস্থিতিতে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইজ়রায়েল এবং জার্মানি ৷ মার্চে ভারতে সংক্রামিতের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ৷ গত চারদিনে এই সংখ্যা বস্তুত চূড়া ছুঁয়েছে ৷ দৈনিক সংক্রমণে হার 3 লক্ষ ছাড়িয়েছে ৷ এই পরিস্থিতিতে ব্রিটেন-সহ বিভিন্ন দেশ ভারতের সঙ্গে সাময়িকভাবে বিমান পরিষেবা বন্ধ রেখেছে ৷ এই অবস্থায় রবিবার বিকেলেই এই প্রতিশ্রুতির আশ্বাস এসেছে ৷
ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট ইয়ানেস লেনারচিচ টুইটে জানান, ভারতের তরফে সাহায্যের অনুরোধ আসার পরই আমরা সিভিল প্রটেকশন মেকানিজমকে সক্রিয় করেছি ৷ ইউরোপীয় ইউনিয়ন ভারতকে সহায়তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে । আমারা অক্সিজেন এবং ওষুধ দ্রুত সরবরাহ করতে প্রস্তুত ৷
লেনারচিচের এই টুইটের পরই ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট আর্সলা ভন ডের লেয়েন তা নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে লেখেন, ভারতের এই এপিডেমিওলজিক্যাল পরিস্থিতিতে আমরা সতর্ক হয়েছি । আমরা ভারতকে সাহায্য করতে প্রস্তুত । সিভিল প্রোটেকশন মেকানিজমের মাধ্যমে সহায়তার জন্য ইইউ সংস্থাগুলি চেষ্টা চালাচেছ ৷ আমরা সম্পূর্ণ ভাবে ভারতীয় জনগণের পাশে আছি !
যদিও ইজ়রায়েলের তরফে সরকারি ভাবে কোনও বার্তা আসেনি তবে ইজ়রায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের অ্যামিচাই স্টেইন টুইট করে ভারতকে প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷