পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনা নিয়ে চিন মিথ্যে তথ্য প্রচার করছে, দাবি EU-র - ইউরোপীয় ইউনিয়ন

বিদেশনীতি থেকে নিরাপত্তা, অর্থনীতি সবেতেই চিনের মিথ্যে প্রচার রুখতে হিমসিম খাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তাই ২০১৯-এ প্রকাশিত একটি রিপোর্টে চিনকে সিস্টেমেটিক রাইভাল বলে ব্যাখ্যা করে তারা।

European Union
চিনের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের

By

Published : Jun 11, 2020, 4:20 PM IST

ব্রুসেন্স, 11 জুন: কোরোনা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী মিথ্যে তথ্য দিয়ে চলেছে চিন। এবার এমনই অভিযোগ তুলল ইউরোপীয় ইউনিয়ন।

ফরাসি রাজনৈতিক নেতাদের অভিযোগ, এপ্রিল মাসের মাঝামাঝি সময়, কোরোনা যখন ইউরোপে চূড়ান্ত আকার ধারণ করেছে, তখন ফ্রান্সের চিনা দূতাবাসের ওয়েবসাইট দাবি করে, সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ফেলে রেখে স্বাস্থ্যকর্মীরা কাজ ছেড়ে চলে যাচ্ছেন। এক চিনা কূটনীতিক আরও দাবি করেন, 80 জন ফরাসি আইনপ্রণেতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেয়েসাস সম্পর্কে জাতপাত তুলে গালিগালাজ করেছেন।

ভেরা জরোভা নামে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, “তাঁদের গণতন্ত্রকে ছোট করে দেখাতে বিপুল মিথ্যে প্রচার চালাচ্ছে চিন। আমাদের কাছে যদি এর বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকে তাহলে আমাদের এর বিরোধিতা করা উচিত।”

তিনি আরও বলেন, “চিনা সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলির বিরুদ্ধে ভুয়ো খবর প্রচার করে চলেছে।”

প্রসঙ্গত, 2019-এ প্রকাশিত একটি রিপোর্টে চিনকে সিস্টেমেটিক রাইভাল বলে উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়ন। এখন বিদেশ নীতি থেকে নিরাপত্তা, অর্থনীতি সবেতেই চিনা প্রচার রুখতে হিমসিম খাচ্ছে তারা। তাই সোশাল মিডিয়ায় এই ভুয়া খবর রুখতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

চিনের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের

ABOUT THE AUTHOR

...view details