প্যারিস(ফ্রান্স), 17জুন : কোরোনা প্রাদুর্ভাবের জেরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার এতদিন বন্ধ থেকেছে প্যারিসের আইফেল টাওয়ার ৷ আর তাই পরের সপ্তাহে পর্যটকদের জন্যে দরজা খুলে দিতে কর্মীরা তৎপর ৷ তবে ফ্রান্স পর্যটন শিল্প এইমুহুর্তে লকডাউনের আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাইছেন না ৷ 25জুন থেকে 324মিটার উঁচু লোহার আইফেল টাওয়ারটি খুলতেই অল্প সংখ্যক পর্যটকদের মিলবে প্রবেশের অনুমতি ৷ থাকছে না লিফ্ট পরিষেবা ৷ শুধুমাত্র একতলা ও দোতলাই ব্যবহার করতে পারবে জনসাধারণ ৷
টাওয়ার পরিচালনার মুখপাত্র ভিক্টোরিয়া ক্লার গতকাল জানান, শুধুমাত্র সিঁড়ি দিয়ে টাওয়ারে ওঠানামা করা যাবে ৷ 11 বছর বয়সের উর্ধে প্রত্যেককেই মাস্ক পরতে হবে ৷ ভিড় নিয়ন্ত্রণে নজর রাখা হবে ৷ তিনি বলেন, " আমরা খুব আশাবাদী যে, দর্শনার্থীর সংখ্যা বাড়বে ৷ প্রথম সপ্তাহে সম্ভবত স্থানীয় পর্যটকরা ভিড় জমাবে ৷"