পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

সংবিধানে মেনেই কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত : রাশিয়া - রাশিয়া

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ও কাশ্মীর সীমান্তে উত্তেজনা বৃদ্ধি নিয়ে বিবৃতি দিল রাশিয়া । রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে ওই বিবৃতিতে বলা হয়েছে, "রাশিয়ার বিদেশ মন্ত্রক বলেছে, "আমরা এটা বুঝতে পেরেছি যে 370 ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজন ভারতের সংবিধানের কাঠামোর উপর ভিত্তি করেই করা হয়েছে ।"

ভ্লাদামির পুতিন ও নরেন্দ্র মোদি

By

Published : Aug 10, 2019, 10:28 AM IST

মস্কো, 10 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ও কাশ্মীর সীমান্তে উত্তেজনা বৃদ্ধি নিয়ে বিবৃতি দিল রাশিয়া । রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে ওই বিবৃতিতে বলা হয়েছে, "জম্মু ও কাশ্মীর নিয়ে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে ভারত ও পাকিস্তানের পরিস্থিতি আরও খারাপ হবে না বলেই বিশ্বাস করে মস্কোর ৷"

370 ধারা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে সরকার । এনিয়ে তীব্র আপত্তি জানায় পাকিস্তান । দিল্লির এই পদক্ষেপকে বেআইনি দাবি করে লড়াই চালাবে বলেও হুঁশিয়ারি দেয় ইসলামাবাদ । বুধবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কমিয়ে আনার ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ইমরান খান সরকার । পালটা বিবৃতি দিয়ে ইসলামাবাদকে সিদ্ধান্ত পর্যালোচনা করতে বলেছে দিল্লি, যাতে কূটনৈতিক যোগাযোগের সাধারণ চ্যানেলগুলি বজায় থাকে । পাশাপাশি কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয় যে, জম্মু ও কাশ্মীরের বিষয়ে নেওয়া পদক্ষেপগুলি পুরোপুরি অভ্যন্তরীণ ।

এবিষয়ে রাশিয়ার বিদেশ মন্ত্রক বলেছে, "আমরা এটা বুঝতে পেরেছি যে 370 ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজন ভারতের সংবিধানের কাঠামোর উপর ভিত্তি করেই করা হয়েছে ।" পাশাপাশি দুদেশের সম্পর্কের উন্নতিতে ভারত ও পাকিস্তানের কাজ করা উচিত বলেও মনে করছে রাশিয়া । বিবৃতিতে বলা হয়েছে, "ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়াকে রাশিয়া সমর্থন করে । আমরা আশা করি যে দ্বিপাক্ষিক ভিত্তিতে রাজনৈতিক ও কূটনৈতিক মাধ্যমে মতপার্থক্যের নিরসন হবে ।"

ABOUT THE AUTHOR

...view details