ওয়াশিংটন, 16 এপ্রিল : অ্যামেরিকায় কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 30 হাজার ৷ আজ জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী আজ এই তথ্য জানানো হয় ৷ বিশ্ববিদ্যালয়ের ট্র্যাকার অনুযায়ী, এখনও পর্যন্ত অ্যামেরিকায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 30 হাজার 990 জনের ৷
এখনও পর্যন্ত বিশ্বব্যাপী কোরোনায় মৃত্যুর নিরিখে প্রথমে রয়েছে অ্যামেরিকা ৷ এই দেশেই কোরোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৷ কোরোনায় মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ইট্যালি ৷ সেখানে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 21 হাজার 645 জন ৷ স্পেনে মৃত্যু হয়েছে 19 হাজার 130 জনের ও ফ্রান্সে মৃতের সংখ্যাটা 17 হাজার 167 ৷