তুরস্ক, 31 অক্টোবর : তুরস্ক ও গ্রিসে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল 49 ৷ আহত 800 জনেরও বেশি ৷ জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ইপ এরডোজ্ঞান ৷ গত শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের বিস্তীর্ণ এলাকা ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7 ৷ ভূমিকম্পের প্রভাব পড়ে গ্রিসের স্যামোস দ্বীপেও ৷ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ৷ ভেঙে পড়ে একাধিক বহুতল ৷
বর্তমানে তুরস্কে প্রায় 5 হাজার 500 জন উদ্ধারকারী রাস্তায় নেমেছে ৷ উদ্ধারকাজ চলছে ৷ তবে, ভূমিকম্পের 26 ঘণ্টা পরেও বহুতলের ভগ্নাশেষের নিচে আটকে আছে অনেকেই ৷ বৃদ্ধ থেকে শিশু ৷ এখনও পর্যন্ত প্রায় 100 জনকে উদ্ধার করা হয়েছে ৷ কতজন বহুতলের নিচে আটকে আছে , তা এখনও বোঝা যাচ্ছে না ৷ তুরস্কের ডিজ়্যাস্টার অ্য়ান্ড এমারজেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি ( AFAD ) জানিয়েছে, প্রায় 885 জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 8 জন রয়েছেন ইনটেনসিভ কেয়ারে ৷ 3 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ অন্যদিকে, স্যামোসে এখনও পর্যন্ত মারা গেছেন 2 জন ৷ আহত প্রায় 19 জন ৷ গ্রিসের এথেন্স ও বুলগেরিয়াতে এই ভূমিকম্পের প্রভাব পড়েছে ৷ অন্যদিকে , তুরস্কের আজিয়ান , মারমার ও ইস্তানবুলে সবথেকে বেশি প্রভাব পড়েছে এই ভূমিকম্পের ৷