লন্ডন, 16 অক্টোবর: নেহাত বিচ্ছিন্ন ঘটনা নয়, ব্রিটিশ সাংসদ ডেভিড আমেসের হত্যাকে সন্ত্রাস হামলা হিসেবেই দেখছে পুলিশ । এর পিছনে ইসলামি সন্ত্রাসী সংগঠনের হাত থাকার ইঙ্গিত মিলেছে বলে তদন্তে নেমে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ । সন্ত্রাসী সংযোগের খোঁজে ইতিমধ্যেই লন্ডনের দু’টি ঠিকানার হদিশ মিলেছে ৷ সেখানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
শুক্রবার দুপুরে নিজের নির্বাচনী কেন্দ্র এসেক্সের বেলফেয়ার্স মেথডিস্ট গির্জায় খুন হন ডেভিড ৷ গির্জার মধ্যে ভোটারদের সঙ্গে একটি আলোচনাসভায় অংশ নিয়েছিলেন তিনি ৷ সেই সময় এক যুবক ছুরি নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন৷ মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপাতে থাকেন ৷ তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডেভিডের ৷
আরও পড়ুন: Afghanistan Blast : কান্দাহারের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 7
শুক্রবারই 25 বছরের ওই হামলাকারী যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ বাজেয়াপ্ত হয় হামলায় ব্যবহৃত ছুরিটিও ৷ একক ভাবেই ওই যুবক হামলা চালিয়েছেন বলে মনে করছে পুলিশ ৷ তবে তাঁর সঙ্গে সন্ত্রাসী সংযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ হামলাকরী ব্রিটিশ নাগরিক হলেও, আসলে সোমালিয়া বংশোদ্ভূত বলে জানা গিয়েছে ৷