ব্লাসেলস (বেলজিয়াম), 26 এপ্রিল: করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণের সঙ্গে যখন তীব্র লড়াই চালাচ্ছে ভারত, তখনই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল আন্তর্জাতিক মহল ৷ আমেরিকার পাশাপাশি গ্রেট ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানি এই কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে ৷ একে একে অক্সিজেন, ভেন্টিলেটর, টিকার কাঁচামাল, পিপিটি কিট ও অক্সিজেন কনসেনট্রেটর পাঠাচ্ছে তারা ৷
দিল্লি সাহায্য চাওয়ার পর ইউরোপিয়ান কমিশন তাদের ইইউ সিভিল প্রোটেকশন মেকানিজ়মকে ভারতে অক্সিজেন ও ওষুধ পাঠাতে বলেছে ৷ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইয়েন টুইটারে লিখেছেন, "ভারতের অতিমারি পরিস্থিতি উদ্বেগের ৷ আমরা সাহায্যের জন্য তৈরি আছি ৷" অবিলম্বে অক্সিজেন ও ওষুধ পাঠানোর ব্যবস্থা করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলির সঙ্গে ইইউ আধিকারিকরা কথা বলেছেন বলে জানিয়েছেন ইইউ-এর আর এক শীর্ষ আধিকারিক ৷