পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোভিড সঙ্কটে ভারতের পাশে বিশ্ব, আসছে ওষুধ-অক্সিজেন - করোনাভাইরাস

কোভিড দিন দিন ভয়ংকর রূপ নিচ্ছে ভারতে ৷ তার উপর যুুক্ত হয়েছে টিকা ও অক্সিজেনের সঙ্কট ৷ এই অবস্থায় ভারতের পাশে এসে দাঁড়াল বিশ্বের বিভিন্ন দেশ ৷

Covid in India: UK, EU, France and Germany lend support
কোভিড সঙ্কটে ভারতের পাশে বিশ্ব, আসছে ওষুধ-অক্সিজেন

By

Published : Apr 26, 2021, 7:47 AM IST

ব্লাসেলস (বেলজিয়াম), 26 এপ্রিল: করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণের সঙ্গে যখন তীব্র লড়াই চালাচ্ছে ভারত, তখনই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল আন্তর্জাতিক মহল ৷ আমেরিকার পাশাপাশি গ্রেট ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানি এই কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে ৷ একে একে অক্সিজেন, ভেন্টিলেটর, টিকার কাঁচামাল, পিপিটি কিট ও অক্সিজেন কনসেনট্রেটর পাঠাচ্ছে তারা ৷

দিল্লি সাহায্য চাওয়ার পর ইউরোপিয়ান কমিশন তাদের ইইউ সিভিল প্রোটেকশন মেকানিজ়মকে ভারতে অক্সিজেন ও ওষুধ পাঠাতে বলেছে ৷ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইয়েন টুইটারে লিখেছেন, "ভারতের অতিমারি পরিস্থিতি উদ্বেগের ৷ আমরা সাহায্যের জন্য তৈরি আছি ৷" অবিলম্বে অক্সিজেন ও ওষুধ পাঠানোর ব্যবস্থা করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলির সঙ্গে ইইউ আধিকারিকরা কথা বলেছেন বলে জানিয়েছেন ইইউ-এর আর এক শীর্ষ আধিকারিক ৷

এরই মধ্যে রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, গুরুত্বপূর্ণ মেডিক্যাল সরঞ্জাম, অক্সিজেন কনসেনট্রেটর ও ভেন্টিলেটর ইতিমধ্যেই ব্রিটেন থেকে ভারতের দিকে রওনা দিয়েছে ৷ মঙ্গলবারের মধ্যে তা দিল্লি পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে ৷ করোনাভাইরাসের ভয়ংকর সংক্রমণ বৃদ্ধির কারণে সম্প্রতি ভারত সফর বাতিল করেছেন জনসন ৷

আরও পড়ুন:ভ্যাকসিন তৈরির কাঁচামাল ভারতে পাঠানোর সিদ্ধান্ত আমেরিকার

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলও সঙ্কটময় পরিস্থিতিতে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ৷ তাঁর বার্তায় তিনি জানিয়েছেন, "আবারও কোভিড 19-এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারতের মানুষের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷" আগেই ভারতের প্রতি সমবেদনা জানিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ৷

ABOUT THE AUTHOR

...view details