পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোভিড 19 অতিমারী শেষ হতে এখনও ঢের দেরি, সতর্ক করল হু

করোনাভাইরাস শেষ হতে এখনও ঢের দেরি ৷ এমনই আশঙ্কার কথা শোনালেন হু-এর প্রধান টেড্রস আধানম ঘেব্রেইয়েসাস ৷ তিনি টিকাকরণের পাশাপাশি মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ৷

covid-19-pandemic-long-way-from-over-warns-who-chief
কোভিড 19 শেষ হতে এখনও ঢের দেরি, সতর্ক করল হু

By

Published : Apr 13, 2021, 8:12 AM IST

জেনেভা, 13 এপ্রিল: বিশ্বজুড়ে টানা 7 সপ্তাহ ধরে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ৷ টানা 4 সপ্তাহ ধরে বাড়ছে কোভিডের কারণে মৃত্যু ৷ সোমবার এ কথা জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইয়েসাস ৷ পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন যে, করোনাভাইরাস অতিমারী শেষ হওয়ার এখনও অনেক দেরি আছে ৷

টেড্রসের কথায়, "জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিশ্বজুড়ে টানা 6 সপ্তাহ ধরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা কমেছিল ৷ তবে এখন গত 7 সপ্তাহ ধরে দেখা যাচ্ছে এই গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ 4 সপ্তাহ ধরে বাড়ছে মৃত্যুর সংখ্য়াও ৷ "

এশিয়া, মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে বলে জানিয়েছেন হু প্রধান ৷ বিশ্বজুড়ে 780 মিলিয়নেরও বেশি টিকাকরণ হয়ে গেলেও সংক্রমিতের সংখ্যা কমছে না ৷ তাই মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলার মতো বিষয়গুলির উপর জোর দিয়েছেন টেড্রস ৷

আরও পড়ুন:সঙ্কট অব্যাহত, তবু রাজ্যে 80 লাখ পেরিয়ে গেল কোভিড টিকাকরণ

তিনি বলেছেন, "ভুল করবেন না ৷ টিকা খুব গুরুত্বপূর্ণ ও শক্তিশালী হাতিয়ার ৷ তবে এটাও বলব যে, সামাজিক দূরত্ব, মাস্ক পরা, হাত পরিষ্কার রাখা খুবই কার্যকরী ৷" তবে অতিমারী শেষ হতে যে এখনও অনেক দেরি আছে, তা স্পষ্ট করে দিয়েছেন হু প্রধান ৷

ABOUT THE AUTHOR

...view details