পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

COVID-19 বায়ুবাহিত, WHO-কে প্রমাণ দিলেন বিজ্ঞানীরা

বাতাসের মাধ্যমে কোরোনার সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা ৷ এর জন্য WHO-কে পুরনো সুপারিশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তাঁরা ৷

By

Published : Jul 6, 2020, 12:08 PM IST

coronavirus airborne
বায়ুবাহিত কোরোনা ভাইরাস

জেনিভা, 6 জুলাই : কোরোনা ভাইরাস কি বায়ুবাহিত ? এনিয়ে WHO-এর বক্তব্য পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন 32টি দেশের বিজ্ঞানীরা ৷ বিশ্বের 100-র বেশি বিজ্ঞানী গবেষণায় দেখেছেন, COVID-19 এর সংক্রমণ বাতাসের মাধ্যমে ছড়াতে পারে ৷ বাতাসের ছোটোে ছোটো কণার মাধ্যমে কোরোনা ভাইরাস মানব দেহে প্রবেশ করে ৷ WHO-র তরফে বলা হয়েছে, প্রাথমিকভাবে একজনের থেকে আরেকজনের শরীরে নাক ও মুখের মাধ্যমে রোগ সংক্রমিত হয় ৷ COVID-19 এর ক্ষেত্রে তা হয় যখন কোনও আক্রান্ত মানুষ কথা বলেন বা হাঁচেন ৷

বিশ্বের 32টি দেশের 239 জন বিজ্ঞানী WHO-কে চিঠি লিখেছেন ৷ ওই চিঠিতে কোরোনা ভাইরাসের সংক্রমণ বাতাসের মাধ্যমে ছড়ানোর প্রমাণ দেওয়া হয়েছে ৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘‘বাতাসের ছোটো-বড় কণার মাধ্যমে একজনের থেকে আরেকজনের শরীরে প্রবেশ করতে পারে কোরোনা ভাইরাস ৷ কোনও COVID-19-এ আক্রান্ত ব্যক্তি শ্বাস ছাড়লে বাতাসে ছড়িয়ে পড়ে ভাইরাস ৷ অপর ব্যক্তি শ্বাস নিলে বাতাসের কণার মাধ্যমে তা শরীরে প্রবেশ করে ৷ একটি ঘরের যা মাপ হয়, সেই দূরত্বের মধ্যে কোরোনা ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে ৷’’

এই প্রমাণ আগামী সপ্তাহে একটি জার্নালে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন বিজ্ঞানীরা ৷ তবে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করতে চায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ WHO-র আধিকারিক বেনেডেট্টা অ্যালেজরানজি জানিয়েছেন, ‘‘গত কয়েক মাস ধরে আমরা বলেছি যে, বাতাসের মাধ্যমে কোরোনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে ৷ তবে এর স্বপক্ষে কোনও তথ্য-প্রমাণ নেই ৷’’

ABOUT THE AUTHOR

...view details