পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনামুক্ত হয়ে কাজে যোগ দিলেন বোরিস জনসন

COVID-19 এর প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে । টুইটে 27 মার্চ একথা নিজেই জানিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী । এরপর তিনি ডাউনিং স্ট্রিটের আবাসনে সাতদিনের জন্য সেলফ আইসোলেশনে ছিলেন । তারপর ভরতি হন ব্রিটেনের সেন্ট থমাস হাসপাতালে । সেখান থেকে সুস্থ হয়ে 12 তারিখ বাড়ি ফেরেন ।

Boris Johnson
Boris Johnson

By

Published : Apr 27, 2020, 11:28 AM IST

লন্ডন, 27 এপ্রিল : ডাউনিং স্ট্রিটে ফিরলেন বোরিস জনসন । কোরোনায় সুস্থ হয়ে যোগ দিলেন কাজে । 12 তারিখ হাসপাতাল থেকে ফেরার পর বাড়িতেই ছিলেন তিনি । চিকিৎসকদের পরামর্শ মতো এ'কদিন বিশ্রাম নিয়েছেন । তারপর আজ নির্ধারিত সময়েই কাজ দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ।

COVID-19 এর প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে । টুইটে 27 মার্চ একথা নিজেই জানিয়েছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী । এরপর তিনি ডাউনিং স্ট্রিটের আবাসনে সাতদিনের জন্য সেলফ আইসোলেশনে ছিলেন । সেই সময়ও বাড়িতে বসেই কাজ চালিয়ে যান । 3 এপ্রিল থেকে পুনরায় সরকারি কাজকর্ম শুরু করেন তিনি । তবে তখনও পুরোপুরি সুস্থ হননি । কারণ তাঁর শরীরে উচ্চ তাপমাত্রা ছিল । সেসময় একটি ভিডিয়ো বার্তায় বোরিস জনসন বলেন, "এখন অনেকটা সুস্থ বোধ করছি । আমি সাতদিনের সেলফ আইসোলশনে ছিলাম । কিন্তু দুঃখের বিষয়, এখনও কিছু লক্ষণ রয়েছে । জ্বরও কমেনি । তাই সরকারি নির্দেশিকা মেনে আমি যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছি ততদিন আইসোলেশনে থাকব ।"

এরপর 6 এপ্রিল সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ব্রিটেনের সেন্ট থমাস হাসপাতালে ভরতি করা হয় । ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় পরে ICU-তে স্থানান্তরিত করা হয় । সেখানে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে । একদিন পর থেকে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর । 12 এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান তিনি । এরপর গতকাল জানা যায়, তিনি সুস্থ আছেন এবং কাজে যোগ দিচ্ছেন।

ABOUT THE AUTHOR

...view details