পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

সিনেমা নয় বাস্তব, স্ত্রীকে কাঁধে চাপিয়ে দৌড়ে স্বামী কী পুরস্কার পেলেন জানেন? - wife carrying

শনিবার ফিনিশের সোনাজার্ভিতে আয়োজিত হয়েছিল ওয়াইফ ক্যারিং ওয়াল্ড চ্যাম্পিয়ান শিপে স্ত্রীকে কাঁধের উপর চাপিয়ে প্রথম পুরস্কার জিতলেন লিথুনিয়ার যুবক ।

লিথুনিয়ার যুবক

By

Published : Jul 8, 2019, 6:37 PM IST

ফিনল্যান্ড,8 জুলাই : কাঁধের উপর স্ত্রী । ওই অবস্থায় জলের উপর দিয়ে দৌড়াতে হবে স্বামীকে। প্রথম পুরস্কার জিতলেন লিথুনিয়ার যুবক । পুরস্কার হিসাবে কী পেলেন জানেন? পুরস্কার হল স্ত্রীর ওজনের সমতুল বিয়ার । কোনও চেনা সিনেমার কথা ভাবছেন । তাই তো । হ্যাঁ ঠিক ধরেছেন, ''দম লাগাকে হেঁইসা'' সিনেমাতে প্রেম (আয়ুষ্মান খুরানা) তাঁর স্ত্রীকে (ভূমি পেদনেকর) কাঁধে চাপিয়ে দৌড়ে প্রথম পুরস্কার জিতেছিলেন । তবে , এবার পর্দায় নয়, এবার বাস্তবেও ঘটল একই ঘটনা ।

ঘটনাস্থান ফিনল্যান্ড । শনিবার ফিনিশের সোনাজার্ভিতে আয়োজিত হয়েছিল ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ । এই নিয়ে দ্বিতীয়বার ফিনিশে আয়োজিত হল ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপের। এই প্রতিযোগিতায় স্ত্রীকে কাঁধে চাপিয়ে 253.5 মিটার দৌড়ে প্রথম পুরস্কার জিতলেন এই যুবক । তাঁর নাম ভিতাওতাস কিরকিলিয়াউসকাস । তাঁর স্ত্রীর নাম নেরিনা কিরকিলিয়াউকিয়েনে । এই খেলার নিয়ম ছিল স্ত্রীকে 17 বছরের বেশি হতে হবে এবং তাঁর ওজন কম করে 49 কেজি হতে হবে । তাঁকে কাঁধে নিয়ে কাঠের উপর দিয়ে লাফিয়ে ও জলের মধ্যে দিয়ে 253.5 মিটার দৌড়াতে হবে । যা ভিতাওতাস 1 মিনিট 6.72 সেকেন্ডে অতিক্রম করেন ।

অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানিসহ 12 দেশ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বেশ কয়েকজন দম্পতি । এই প্রসঙ্গে ভিতাওতাস বলেন, "দৌড়ানোর সময় আমি সময়ের কথাই ভেবেছি । ভেবেছিলাম, আমি জিততে পারব না । কিন্তু, আমি পেরেছি। "

ABOUT THE AUTHOR

...view details