পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আপনাদের মাটিতে বসেই সন্ত্রাসবাদীরা কার্যকলাপ চালাচ্ছে, পাকিস্তানকে কড়া বার্তা জার্মানির

সন্ত্রাসবাদ দমনে ব্যবস্থা নিন। জঙ্গি ঘাঁটি ধ্বংস করুন। এবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল জার্মানি।

হেইকো মাস

By

Published : Feb 28, 2019, 8:48 PM IST

বার্লিন, ২৮ ফেব্রুয়ারি : সন্ত্রাসবাদ দমনে ব্যবস্থা নিন। জঙ্গি ঘাঁটি ধ্বংস করুন। এবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল জার্মানি। আজ জার্মানির বিদেশমন্ত্রী হেইকো মাস বিবৃতি দিয়ে বলেন, "পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদ চলছে। দেখতে হবে, তাদের মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদী সংগঠনগুলি কার্যকলাপ চালাচ্ছে।"

এদিকে, ভারত-পাকিস্তানের উত্তেজনা নিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি। পরে বলেন, "গোটা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমি পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথাও বলেছি। চাইব, পরিস্থিতি যেন হাতের বাইরে না চলে যায়। দু'পক্ষকেই এ বিষয়ে ভাবতে হবে।" সেই সঙ্গে পুলওয়ামা হামলার নিন্দা করেন জার্মানির বিদেশমন্ত্রী। বলেন, "হামলাকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।"

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা হয়। শহিদ হন ৪০ জন জওয়ান। এরপর ২৬ ফেব্রুয়ারি ভোররাতে ভারত, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাটিতে এয়ার স্ট্রাইক চালায়। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি।

ABOUT THE AUTHOR

...view details