পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Coimbatore Youth Joins Ukrainian Force : রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বাহিনীতে কোয়েম্বাটোরের সাই নিকেশ - Indians fighting for Ukraine

খারকিভে ইঞ্জিনিয়ারিং (Sai Nikesh Ravichandran joins Ukraine National Georgion Legion) পড়তে যাওয়া কোয়েম্বাটোরের 21 বছরের যুবক (Coimbatore youth joins Ukrainians in fight against Russian invasion) যোগ দিলেন ইউক্রেনের বাহিনীতে (Coimbatore youth joins Ukrainian force) ৷

Indian Youth joins Ukrainian force
রাশিয়াকে যুঝতে ইউক্রেনের বাহিনীতে কোয়েম্বাটোরের যুবক

By

Published : Mar 9, 2022, 12:35 PM IST

কোয়েম্বাটোর, 9 মার্চ: যুদ্ধ চলছে ইউক্রেনে ৷ ক্রমেই তীব্র হচ্ছে রাশিয়ার রক্তচক্ষু ৷ লড়ে যাচ্ছে ভোলোদিমির জেলেনস্কির দেশও ৷ এই অবস্থায় ইউক্রেনের বাহিনীর শক্তি বাড়াতে সে দেশের সেনাবাহিনীতে যোগ দিলেন পশ্চিম তামিলনাড়ুর এক যুবক ৷ ইউক্রেনে ন্যাশনাল জর্জিয়ান লেজিয়নে যোগ দিয়েছেন বছর 21-এর তরতাজা ভারতীয় সন্তান (Coimbatore youth joins Ukrainian force) ৷ কোয়েম্বাটোরের থুদিয়ালুর পুলিশ সোমবার একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করে একথা জানিয়েছে ৷

ইটিভি ভারতের হাতে এসেছে সেই গোয়েন্দা রিপোর্ট ৷ সেখানেই উল্লেখ রয়েছে যে, থুদিয়ালুরের বাসিন্দা সাই নিকেশ (Sai Nikesh Ravichandran joins Ukraine National Georgion Legion) এডুকেশনাল ভিসায় ছিলেন ইউক্রেনে (Coimbatore youth joins Ukrainians in fight against Russian invasion)৷ গত 18 ফেব্রুয়ারি থেকে তিনি এনজিএল-এ কমব্যাট প্রশিক্ষণ নিচ্ছিলেন ৷ খারকিভ অ্যাভিয়েশন ইনস্টিটিউট থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন তিনি ৷ পড়ার জন্যই 2018 সাল থেকে তিনি আছেন ইউক্রেনে ৷

আরও পড়ুন:US Bans Russian Oil-Gas Imports : চাপ আরও বাড়াতে রাশিয়ার তেল-গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা বাইডেনের

নিকেশের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, বরাবর সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল তাঁর ৷ তবে তাঁর উচ্চতা কম হওয়ায় সেটা সে পারেনি ৷ দিন দুই আগেই পরিবারের সঙ্গে তাঁর কথা হয় ৷ ইউক্রেনের পরিস্থিতি দিনদিন ভয়াবহ হয়ে ওঠায় ছেলেকে কোয়েম্বাটোরে ফিরে আসতে বলেছিল পরিবার ৷ তবে সেই কথা শুনতে রাজি হননি নিকেশ ৷ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনবাসীর লড়াইয়ে তাঁদের পাশে থাকার সিদ্ধান্ত নেন তিনি ৷ তাঁকে কিছুতেই ফেরার জন্য রাজি করাতে না পেরে মুষড়ে পড়ে তাঁর পরিবার ৷

2021 সালের ফেব্রুয়ারি থেকে অগস্ট পর্যন্ত 6 মাস শেষ কোয়েম্বাটোরে নিজের পরিবারের সঙ্গে ছিলেন নিকেশ ৷ তাঁর বাবা একটি আসবাবের দোকান চালান আর মা গৃহবধূ ৷ নিকেশের ছোট ভাইয়ের নাম সাই রোহিত ৷

ইউক্রেনের বাহিনীতে বিদেশি যোদ্ধারা

আরও পড়ুন :Sanction on Russia : যুদ্ধের জেরে নিষেধাজ্ঞায় শীর্ষে রাশিয়া

ইউক্রেনের বাহিনী সোমবার ঘোষণা করে যে বিদেশিরাও তাদের সঙ্গে লড়াইয়ে যোগ দিয়েছেন ৷ কিভ ইনডিপেন্ডেন্টের রিপোর্ট বলছে, "ইউক্রেনের স্বেচ্ছাসেবী সেনাবাহিনী ইন্টারন্যাশনাল লেজিয়নে ইতিমধ্যেই যোগ দিয়েছেন বিদেশিরা ৷ তাঁরা কিভের বাইরে লড়ছেন ৷ ইউক্রেনের গ্রাউন্ড ফোর্সের তরফে জানা গিয়েছে যে, স্বেচ্ছাসেবী সৈনিকরা এসেছেন আমেরিকা, ব্রিটেন, সুইডেন, লিথুয়ানিয়া, মেক্সিকো ও ভারত থেকে (Indians fighting for Ukraine)৷"

ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছেন যে, 52টি দেশের 20,000-এর বেশি স্বেচ্ছাসেবী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের বাহিনীতে যোগ দিয়েছেন ৷ তাঁর কথায়, "আজ গোটা বিশ্ব ইউক্রেনের পাশে রয়েছে ৷ শুধু কথায় নয়, কার্যক্ষেত্রেও ৷"

আরও পড়ুন:Indians Evacuation From Sumy : 12টি বাসের লম্বা কনভয়ে সুমি ছাড়লেন সকল ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details