লন্ডন, 23 জুলাই : গ্রেট ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজ়ারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হলেন সেই দেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন । দলের নেতা নির্বাচিত হওয়ায় থেরেসা মের জায়গায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি । ব্রিটেনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরমি হান্টকে বিপুল ব্যবধানে পেছনে ফেলে নেতা নির্বাচিত হন জনসন । গত সাত সপ্তাহ ধরে নির্বাচন প্রক্রিয়া শেষে কনজ়ারভেটিভ দলের 1 লাখ 60 হাজার সদস্য বরিস জনসনকে তাঁদের নেতা হিসেবে বেছে নেন ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ব্রেক্সিটপন্থী বরিস জনসন - london
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সেই দেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ।
ব্রেক্সিট কার্যকর করার বিষয়ে একটি চুক্তি করলেও তাতে সম্মতি দেয়নি দেশটির পার্লামেন্ট । ব্রেক্সিট নিয়ে চলমান এই অস্থিরতার মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে 7 জুন পদত্যাগের ঘোষণা করেন । রাজনৈতিক অচলাবস্থায় নিজের দলের মধ্যে গ্রহণযোগ্যতা না থাকায় তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন । এদিকে জনসন প্রতিশ্রুতি দেন, তিনি নেতা নির্বাচিত হলে আগামী অক্টোবরের মধ্যে যে কোনও মূল্যে ব্রেক্সিট কার্যকর করবেন ।
2016 সালের গণভোটে ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার পক্ষে রায় দিলে ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়া শুরু হয় । ব্রেক্সিট বাস্তবায়নে মের পরিকল্পনার সঙ্গে একমত না থাকায় বছর খানেক আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন জনসন । বর্তমান সরকারের মেয়াদ 2022 সাল পর্যন্ত ।