লন্ডন, 14 ডিসেম্বর: ওমিক্রনের কারণে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল ব্রিটেনে (Omicron death in UK) ৷ সোমবার এ কথা নিশ্চিত করেছেন সে দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ লন্ডনের প্রায় 50 শতাংশ করোনা আক্রান্তের মধ্যেই সাম্প্রতিক এই ভ্যারিয়েন্ট লক্ষ্য করা গিয়েছে বলে খবর মিলেছে ৷
সোমবার পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাকরণ কেন্দ্রের পরিদর্শনে গিয়ে বরিস জনসন (Boris Johnson confirms Omicron death) জানান ওমিক্রন নিয়ে উদ্বেগের কথা ৷ তিনি বলেন, "দুঃখের সঙ্গে বলছি, ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও ঘটছে ৷ এবং ওমিক্রনের কারণে একজন রোগীর মৃত্যুর নিশ্চিত খবর রয়েছে ৷" এই ভ্যারিয়েন্ট তুলনামূলক ভাবে কম ভয়াবহ হলেও এটি সাংঘাতিক সংক্রামক বলে জানিয়ে সবাইকে বুস্টার ডোজ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন:No Omicron in Kolkata : ওমিক্রন আক্রান্ত নন বিলেত ফেরত কলকাতার তরুণী
ব্রিটেনে ওমিক্রন মাথা চাড়া দিয়ে ওঠায় সরকার টিকার তৃতীয় ডোজ দেওয়া শুরু করেছে ৷ এই ঘোষণার পরই টিকাকেন্দ্রগুলিতে বুস্টার ডোজ নেওয়ার জন্য সোমবার লম্বা লাইন চোখে পড়ে ৷ তৃতীয় ডোজের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে কয়েক হাজার মানুষকে ৷ করোনার এই নয়া ভ্যারিয়েন্ট লন্ডন ছাড়াও দেশের অন্যান্য এলাকাতেও ছড়াচ্ছে বলে জানান বরিস জনসন (Boris Johnson confirms first Omicron death in UK) ৷ তাঁর কথায়, "আমরা দেখতে পাচ্ছি লন্ডন ও অন্যত্র ওমিক্রনের সংক্রমণ ক্রমে বাড়ছে ৷"
আরও পড়ুন:Omicron in Rajasthan : রাজস্থানেও বাড়ছে ওমিক্রন সংক্রমণ, নতুন করে আক্রান্ত 4
রবিবারই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে, ওমিক্রনের কথা মাথায় রেখে 18 বছরের উপরে সবাইকে বুস্টার ডোজ দেওয়ার জন্য বিশেষ লক্ষ্যমাত্রা রেখেছে সরকার ৷ ব্রিটেনে সোমবার 54,661 জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 38 জনের ৷ এখনও পর্যন্ত 4,713 জন ওমিক্রনে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়েছে ৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী 24 ঘণ্টার মধ্যেই লন্ডনে আক্রান্তদের অধিকাংশের শরীরেই শাসন করবে ওমিক্রন ভ্যারিয়েন্ট ৷
আরও পড়ুন :Omicron Scare in India : অন্ধ্র এবং হরিয়ানায় ধরা পড়ল ওমিক্রন