ক্যালিফোর্নিয়া, 22 মার্চ : মিসাইল রকেট, ভ্যাকুম বম্ব, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনকে ঝাঁঝরা করে দেওয়ার পাশাপাশি সেদেশে সাইবার হামলাও জারি রেখেছে রাশিয়া ৷ ধ্বংস হয়ে যাচ্ছে সেদেশের বিভিন্ন সংস্থার একের পর এক সুরক্ষিত নথি ৷ ইউক্রেনে হামলার আবহেই এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও বড়সড় সাইবার হানার ছক কষছে হ্যাকিংয়ের পাওয়ার হাউস রাশিয়া ৷ যা উসকে দিতে পারে 2017 'নোটপেত্যা' ব়্যানসামওয়্যারের স্মৃতি ৷ তাই মার্কিন এবং মার্কিনজাত সংস্থাগুলিকে সতর্ক করলেন প্রেসিডেন্ট জো বাইডেন (Biden warns US companies of potential Russian cyberattacks) ৷ পাশাপাশি ডিজিটালি সমস্ত সংস্থার প্রবেশদ্বারে বজ্র আঁটুনির নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ৷
ইউক্রেনের পাশাপাশি সাইবার হ্যাকিংয়ের পাওয়ারহাউস রাশিয়া প্রস্তুত হচ্ছে মার্কিন মুলুকে সাইবার হামলা চালানোর জন্যও ৷ গুপ্তচর বৃত্ত সংস্থাগুলোর থেকে এমন রিপোর্ট পেয়ে স্বভাবতই উদ্বিগ্ন বাইডেন ৷ মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ সাইবার নিরাপত্তা সহায়ক আনে নেউবার্গার হোয়াইট হাউস থেকে এ বিষয়ে সংবাদমাধ্যমকে একটি বিবৃতি প্রদান করেছেন সম্প্রতি ৷