পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

সুইডেনে এখনও লকডাউন হয়নি, আতঙ্কে গৃহবন্দী বাঁকুড়ার বাপ্পাদিত্য - corona

সুইডেন সরকার এখনও তেমন কোনও ব্যবস্থা গ্রহন করেনি ৷ দেশে বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা, অথচ লকডাউন হয়নি ৷ তাই কিছুটা হলেও আতঙ্কে রয়েছেন প্রবাসী বাঙালি বাপ্পাদিত্য মণ্ডল ।

image
সুইডেন

By

Published : Apr 17, 2020, 5:39 PM IST

Updated : Apr 19, 2020, 4:20 PM IST

বিশ্বজুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা 21 লাখ ছাড়িয়েছে ৷ মৃতের সংখ্যাও ক্রমেই বেড়ে চলেছে ৷ এই পরিস্থিতিতে বিশ্বের একাধিক জায়গায় আটকে পড়েছেন বহু ভারতীয় ৷ চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাঁদের ৷ তাঁদের পরিবারও রয়েছে চিন্তায় ৷ এমনই এক প্রবাসী বাঙালি বাপ্পাদিত্য মণ্ডল ৷ আছেন সুইডেনে ৷ সেখানকার উপসালা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোওয়েভ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে দেওয়া ভিডিয়ো বার্তার মাধ্যমে বর্তমান সুইডেনের ছবি তুলে ধরলেন তিনি ৷

সুইডেন থেকে বাপ্পাদিত্য

আজ প্রায় দেড় বছরের কাছাকাছি সুইডেনে রয়েছেন বাপ্পাদিত্য ৷ এখনও পর্যন্ত ঠিক করে চেনা হয়ে ওঠেনি এখানকার পথঘাট ৷ তার মধ্যেই বিশ্বজুড়ে কোরোনা দাপাদাপি ৷ দেশে পরিবারের কথা ভেবে চিন্তা হচ্ছে ৷ তবে ভারত তো আগে থেকেই পদক্ষেপ করেছে ৷ ইট্যালি, স্পেন ও অ্যামেরিকাকে দেখে শিক্ষা নিয়ে গোটা দেশে এখন লকডাউন ৷ কিন্তু সুইডেন ? বিশ্বজুড়ে এই কঠিন পরিস্থিতিতেও এখনও পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করেনি সেদেশের প্রশাসন ৷ ভাবলেই আতঙ্ক তাড়া করছে বলে জানালেন তিনি৷

সুইডেনের পার্কে বোটিং

না, সুইডেন সরকার এখনও তেমন কোনও ব্যবস্থা গ্রহণ করেনি ৷ যদিও দেশে বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাপ্পাদিত্য বলেন, দেশের নাগরিকদের ব্যক্তি সত্ত্বায় হস্তক্ষেপ করতে চায় না সুইডেন সরকার ৷ তাই লকডাউনের পথে হাঁটেনি তাঁরা ৷ তবে দেশের মানুষ কিছুটা হলেও সচেতন ৷

রোদ ঝলমলে সুইডেন

সরকারের তরফে জানানো হয়েছে, 50 জনের বেশি মানুষ এক জায়গায় জড়ো হতে পারবে না ৷ কিন্তু স্কুল-কলেজ, পার্ক সবই খোলা আছে আগের মতো ৷ রেঁস্তরাগুলিতে এখনও ভিড়ি থিকথিক করছে ৷ পার্কে বাচ্চারা দাপিয়ে খেলছে ৷

সূর্যাস্তের সময়

বিশ্বের অন্য জায়গার মতো এখানে স্যানিটাইজ়ারের সমস্যা হয়নি ৷ তবে পাওয়া যাচ্ছে না মাস্ক ৷ বাপ্পাদিত্য বলেন, "আমি এখন বাড়িতেই ৷ সংক্রমণের খবর শোনার পর থেকেই বাড়ি থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি ৷ কিন্তু বাজার করতে প্রায়ই বাইরে বেরোতে হচ্ছে ৷ শপিংমলগুলোতে এখনও ভিড় আছে আগের মতোই ৷ তবে তা যথেষ্টই শৃঙ্খলাবদ্ধ ৷ নিজেদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই জিনিস কিনছেন সবাই ৷ মলের বাইরেও লম্বা লাইন ৷ তবে এখানেও মানা হচ্ছে সামাজিক দূরত্ব ৷"

বরফাবৃত্ত সুইডেন

এই সময় বাঁকুড়ায় নিজের বাড়িতে আসার ইচ্ছা ছিল ৷ কিন্তু পরিবারের কথা ভেবেই ফিরতে পারিনি ৷ তা ছাড়া এখন বিমান পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ ৷ তাই বাধ্য হয়েই এই প্রবাসেই গৃহবন্দী ৷ তবে আশা করি ফের ঠিক হয়ে যাবে সবকিছু ৷ পৃথিবী আবার কোরোনামুক্ত হবে ৷

Last Updated : Apr 19, 2020, 4:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details