বিশ্বজুড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা 21 লাখ ছাড়িয়েছে ৷ মৃতের সংখ্যাও ক্রমেই বেড়ে চলেছে ৷ এই পরিস্থিতিতে বিশ্বের একাধিক জায়গায় আটকে পড়েছেন বহু ভারতীয় ৷ চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাঁদের ৷ তাঁদের পরিবারও রয়েছে চিন্তায় ৷ এমনই এক প্রবাসী বাঙালি বাপ্পাদিত্য মণ্ডল ৷ আছেন সুইডেনে ৷ সেখানকার উপসালা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোওয়েভ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে দেওয়া ভিডিয়ো বার্তার মাধ্যমে বর্তমান সুইডেনের ছবি তুলে ধরলেন তিনি ৷
আজ প্রায় দেড় বছরের কাছাকাছি সুইডেনে রয়েছেন বাপ্পাদিত্য ৷ এখনও পর্যন্ত ঠিক করে চেনা হয়ে ওঠেনি এখানকার পথঘাট ৷ তার মধ্যেই বিশ্বজুড়ে কোরোনা দাপাদাপি ৷ দেশে পরিবারের কথা ভেবে চিন্তা হচ্ছে ৷ তবে ভারত তো আগে থেকেই পদক্ষেপ করেছে ৷ ইট্যালি, স্পেন ও অ্যামেরিকাকে দেখে শিক্ষা নিয়ে গোটা দেশে এখন লকডাউন ৷ কিন্তু সুইডেন ? বিশ্বজুড়ে এই কঠিন পরিস্থিতিতেও এখনও পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করেনি সেদেশের প্রশাসন ৷ ভাবলেই আতঙ্ক তাড়া করছে বলে জানালেন তিনি৷
না, সুইডেন সরকার এখনও তেমন কোনও ব্যবস্থা গ্রহণ করেনি ৷ যদিও দেশে বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাপ্পাদিত্য বলেন, দেশের নাগরিকদের ব্যক্তি সত্ত্বায় হস্তক্ষেপ করতে চায় না সুইডেন সরকার ৷ তাই লকডাউনের পথে হাঁটেনি তাঁরা ৷ তবে দেশের মানুষ কিছুটা হলেও সচেতন ৷